বাংলাদেশের বিপক্ষে নাভিন আউট, নিজাত ইন

বাংলাদেশের বিপক্ষে নাভিন আউট, নিজাত ইন
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান দলে ডাক পেয়েছিলেন নাভিন উল হক। তবে হাটুর ইনজুরি বাধিয়ে ছিটকে গেছেন তিনি। আর তাতে করে কপাল খুলেছে নিজাত মাসুদের।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, গতি তারকা নাভিন উল হক হাটুর ইনজুরি বাধিয়েছেন। এবং অস্ত্রোপচারের জন্য যাবেন যুক্তরাজ্যে।

যেকারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিনি থাকছেন না। তার জায়গা নিয়েছেন টেস্ট খেলা নিজাত মাসুদ।

১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড- 

রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সেদিক অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নিজাত মাসুদ, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ এবং মুজিব উর রহমান।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুব।

৯৭ ডেস্ক

Read Previous

তামিমের দ্রুত ফিরে আসায় কেউ খুশি, কেউ করছে হাস্যরস

Read Next

আগে বোলিংয়ে তামিম বিহীন বাংলাদেশ

Total
0
Share