

এভাবেও ফিরে আসা যায়! অবসর ভেঙে তামিম ইকবাল যেভাবে দ্রুত ফিরলেন এমন নজির তেমন কোন আন্তর্জাতিক ক্রিকেটারের নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক দিন পরেই তামিম বদলে ফেললেন সিদ্ধান্ত। তামিমের এমন ফেরায় কেউ কেউ হয়েছেন বেজায় খুশি, আবার কেউ করছে হাস্যরস।
পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি কয়েক দফায় অবসর ঘোষণা দিয়েও ক্রিকেট খেলছিলেন। ইংলিশ তারকা ব্যাটার কেভিন পিটারসেনের এমন কাজের নজির আছে। কিন্তু তামিমের মতো এতো দ্রুত সময়ে ফিরতে পারেননি কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়ে ফেলার পর হঠাৎই অবসর, ফের ফিরে আসা। তামিম এসব কিছুই যেন ম্যাজিকের মতো করলেন।
বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সবচেয়ে সুখকর সংবাদ; অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। খুশির আনন্দে ভাসছেন তামিমের সতীর্থরাও। খুশি হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। কিন্তু হঠাৎই তামিমের এমন বুমেরাং দেখে কেউ কেউ হাস্যরস করছেন সোশ্যাল মিডিয়ায়।
ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘আমি খুশি তামিম ইকবাল ফিরে এসেছে। সে আমার চোখে বাংলাদেশের সর্বকালের দুই প্রিয় ব্যাটসম্যানের একজন।’
I am happy Tamim Iqbal is back. He is one of my two favorite Bangladesh batsmen of all time.
— Ian Raphael Bishop (@irbishi) July 7, 2023
অপরদিকে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইএসপিএনক্রিকইনফোর এক টুইটে বিস্ময় প্রকাশ করে রিটুইট করেন।
😳 woah https://t.co/GsbCVb92QD
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) July 7, 2023
আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তো বলছে, ২০২৩ সালে দ্রুততম জিনিস। যেখানে রয়েছে আইপিএল ফাইনালে শুবমান গিলকে আউট করতে মাহেন্দ্র সিং ধোনির বিদ্যুতের মতোই দ্রুত স্টাম্পিংয়ের ছবি। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ইয়াশাভি জাইসাওয়াল। তিন নম্বর ছবিতে মার্ক উডের উদযাপন; ১৫২ কিমি গতিতে বল করে উসমান খাজাকে বোল্ড করলেন উড।
Fastest things in 2023 pic.twitter.com/uHh9zOUFHu
— Rajasthan Royals (@rajasthanroyals) July 7, 2023
এই তিন দ্রুততম রেকর্ডের চিত্রগল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তামিম ইকবালের ছবিও।