আজ জিতে সিরিজ বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ হার
Vinkmag ad

জিতলে সিরিজ ফিরবে সমতায়, হারলে আফগানিস্তানের সিরিজ নিশ্চিত। এমন সমীকরণের সামনে দ্বিতীয় ওয়ানডে। তবে প্রথম ওয়ানডের পর থেকে মাঝের এই সময়টাই যা কিছু হলো বাংলাদেশ দল এতো কিছুর পরও কি ফুরফুরে মেজাজে ম্যাচে নামতে পারবে? তামিম না থাকায় সুবিধা পাবে কি আফগানিস্তান?

চটগ্রামে চলমান ওয়ানডে সিরিজের পর হঠাৎই তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত। এক দিন বাদে সিদ্ধান্ত পরিবর্তন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন তামিম। তবে তিনি খেলবেন না এই আফগান সিরিজ। দেড় মাসের ছুটিতে থাকা তামিম বিশ্রামে গেলেও দল কিন্তু নেই ছন্দে। প্রথম ওয়ানডেতে হার দেখা টাইগাররা এবার সিরিজ হারের শঙ্কায়।

ফেবারিট হিসেবে খেলতে নেমে আফগানদের কাছে প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। ১৭ রানের হারে বোলিং–ব্যাটিং কোনোটিতেই রাশিদ-নবীদের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক আধিপত্যের কোনো ছাপ ছিল না। আজ অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে যে আজই। ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখার প্রত্যয়ে দুপুর ২ টায় মাঠে নামবে লিটন দাসের দল।

তামিম ইকবালের খালি জায়গায় ডাকা হয়েছে ডানহাতি ওপেনার রনি তালুকদারকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন রনি। সুযোগ পেতে পারেন সেরা একাদশেও।

আগের ম্যাচে খুব বেশি বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। লড়াই করে পঞ্চাশ ছুঁয়েছেন কেবল তাওহীদ হৃদয়। ফলে বিষয়টা নিয়ে বেশ ভাবনায় রয়েছে টাইগার ম্যানেজমেন্ট।

সাধারণত কোনো দল জয় পেলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশ ভাঙতে চায় না। সেই হিসাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানের জয় পাওয়া আফগানিস্তান আজ দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

লিটন দাস (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ-

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, মোহাম্মদ সালিম।

৯৭ ডেস্ক

Read Previous

একদিন বাদেই তামিমের অবসর ভেঙে ফেরা, বিস্মিত অশ্বিন

Read Next

ব্যাটে-বলে খেললেন দুই অধিনায়ক, কিন্তু এগিয়ে কোন দল

Total
0
Share