

আগামীকালই (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় ওয়ানডে। এক দিন বাদে মিরপুরে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। তবে আন্তর্জাতিক ম্যাচ হলেও এসব নিয়ে আলোচনা নেই ক্রিকেট পাড়ায়। সবাই যে মগ্ন তামিম ইকবাল ইস্যুতে।
গতকাল (৬ জুলাই) নিজ শহর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। জানিয়েছিলেন ৫ জুলাই আফগানদের বিপক্ষে খেলা ওয়ানডেই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
তবে চট্টগ্রাম থেকে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকায় গণভবনে সস্ত্রীক হাজির হন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে।
আলোচনা শেষে বেরিয়ে গণমাধ্যমকে তামিম জানান প্রধানমন্ত্রীর অনুরোধে না করতে পারেননি। তাই অবসর ভেঙে আবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। যা নজর এড়ায়নি ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।
টুইটারে তিনি ইএসপিএনক্রিকইনফোর এক টুইটে বিস্ময় প্রকাশ করে রিটুইট করেন।
😳 woah https://t.co/GsbCVb92QD
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) July 7, 2023