তামিম ফেরায় খুশিতে ভাসছেন মুশফিক

তামিম ফেরায় খুশিতে ভাসছেন মুশফিক
Vinkmag ad

আজকের দিনে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সবচেয়ে সুখকর সংবাদ; অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। খুশির আনন্দে ভাসছেন তামিমের সতীর্থও মুশফিকুর রহিমও। তামিমের সঙ্গে বাইশগজে লড়াই করে বাংলাদেশের জন্য বিশাল গৌরব বয়ে আনতে চান মুশফিক।

অবসর ভেঙে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসায় উচ্ছ্বসিত মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তামিমের সঙ্গে উদযাপনের এক ছবি শেয়ার করে মুশফিক লিখেন,

‘এর থেকে ভাল খবর হতে পারে না। আমরা আবারও মাঠ ভাগাভাগি করব শুনে খুব খুশি হলাম। ইন শা আল্লাহ এটি একটি নতুন পুনঃসূচনা এবং একসাথে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিশাল গৌরব বয়ে আনব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

অবসর ভেঙে ফিরলেন তামিম ইকবাল

Read Next

একদিন বাদেই তামিমের অবসর ভেঙে ফেরা, বিস্মিত অশ্বিন

Total
0
Share