

তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছিল সর্বমহলেই। দেশের ক্রীড়াঙ্গনের এই বড় ইস্যুতে তাই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী সরব। তামিমকে চট্টগ্রাম থেকে ডেকে এনেছেন গণভবনে। তামিম এরপর তার অবসর সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে এখনই মাঠে নামা হচ্ছে না তার, দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি।
তামিম ইকবাল গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। কাল ছিলেন নিজ শহর চট্টগ্রামেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের সাথে যোগাযোগও করেননি। আজ সকালের ফ্লাইটে ঢাকায় আসেন তামিম। শুক্রবার জুম্মার নামাজ শেষে তামিম গিয়ে উপস্থিত হন গণভবনে।
স্বস্ত্রীক গণভবনে যাওয়া তামিম ইকবালের সঙ্গী হিসাবে ছিলেন তার একসময়ের সতীর্থ, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বিশেষ পরিস্থিতিতে হওয়া এই সভার অংশ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপনও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর তামিম তার আন্তর্জাতিক অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে গণমাধ্যমে তিনি জানান দেড় মাসের ছুটি পেয়েছেন তিনি। এই সময়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হবার চেষ্টা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি মাঠে ফিরবেন এশিয়া কাপে।
Tags: তামিম ইকবাল বাংলাদেশ