

চলতি বছরের মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ৩২ বছর বয়সী রনি তালুকদারের। সেই ম্যাচে ৪ রান করা রনি পরবর্তীতে আর ওয়ানডে খেলার সুযোগ পাননি। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না। তবে তামিম ইকবালের হঠাৎ অবসর নেবার পর কপাল খুলেছে এই ডানহাতি ব্যাটারের।
এক বার্তা দিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানিয়েছে যে আফগানদের বিপক্ষে বাকি থাকা দুই ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভূক্ত হয়েছেন রনি তালুকদার।
এর আগে লিটন দাসকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাশিদ-নবিদের বিপক্ষে বাকি থাকা দুই ওয়ানডেতে টাইগারদের নেতা লিটনই।
ওয়ানডে স্কোয়াডে শুরু থেকে না থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে শুরু থেকেই আছেন রনি।
আগামীকাল (৮ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই ভেন্যু ও সময়ে ১১ জুলাই হবে সিরিজের সর্বশেষ ম্যাচ।
১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল খেলবে ২ টি টি-টোয়েন্টি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।
বাকি থাকা দুই ম্যাচে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ
লিটন দাস (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুব।