

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক অ্যাম্বাসেডর। দেশের ক্রিকেট কিংবা ক্রিকেটারদের যেকোনো বড় কাণ্ড প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়। তার হস্তক্ষেপে এরপর হয় এর সমাধান। কিংবদন্তি ব্যাটার তামিম ইকবালের অবসর ইস্যুতে তাই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী সরব। তামিমকে চট্টগ্রাম থেকে ডেকে এনেছেন গণভবনে।
গতকাল বিকাল থেকেই সামাজিকযোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছেন গণভবন। যা রটে তা ঘটেও, তামিমের ক্ষেত্রেও এমন হয়েছে।
তামিম ইকবাল কাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কাল ছিলেন চট্টগ্রামেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের সাথে যোগাযোগও করেননি। আজ সকালের ফ্লাইটে ঢাকায় আসেন তামিম। শুক্রবার জুম্মার নামাজ শেষে তামিম গিয়ে উপস্থিত হন গণভবনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুধু তামিম নন দেখা করতে আসার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও।
Tags: তামিম ইকবাল শেখ হাসিনা