

তামিম ইকবালের অনুপস্থিতিতে এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস, দলকে জিতিয়েছেন ট্রফিও। তবে আফগানদের বিপক্ষে শেষ ২ ওয়ানডেতে দায়িত্ব নেবার সময় প্রেক্ষাপট ভিন্ন। তামিম ইকবালের হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া গুমোট অবস্থার সৃষ্টি করেছে। এর মাঝে ভারপ্রাপ্ত হয়ে লিটন দাসের কাঁধে কি বাড়তি চাপ?
২য় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে অবশ্য ‘না ভাইয়া, চিল’ বলে বোঝাতে চাইলেন চাপে নেই তিনি।
তবে ৫০ ওভারি ফরম্যাটে তার সাম্প্রতিক ফর্ম কি চিন্তার কারণ নয়? শেষ ১০ ওয়ানডেতে সিলেটে আইরিশদের বিপক্ষে ২ ফিফটি ছাড়া বলার মত রান নেই তার। ৩ বার ফিরেছেন কোন রান না করে, আরও একবার সিঙ্গেল ডিজিটে। দুই অঙ্ক ছুলেও বাকি ৪ ইনিংসে সর্বোচ্চ ৩৫।
ফর্মের ইস্যু সামনে আসলে লিটন উত্তর দিতে গিয়ে উলটা করেন পাল্টা প্রশ্ন।
লিটন বলেন, ‘ফর্ম কি ভাই? কত করলে ফর্মে থাকব এটা একটু বলেন তো।’
তখন শেষ ১০ ওয়ানডের গড় সামনে আনা হলে লিটন বলেন ২৫-২৬ গড় খারাপ না। তিন ফরম্যাট খেলছেন বলে কোন এক ফরম্যাটে খারাপ করাটাও স্বাভাবিক বলছেন তিনি।
‘গড় ২৫-২৬ একদম খারাপ না। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে? ক্রিকেটে দেখেন একটা সিরিজ ভালো যাবে, একটা সিরিজ খারাপ যাবে। এটা নরমাল জিনিস। এটা ফর্ম আসবে, যাবে এমন কিছু না। তিন ফরম্যাট খেলছি, একটা ফরম্যাট হয়তো খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না (ফর্ম নেই)।’
লিটন আরও বলছেন, ‘বাড়তি কোন চাপ নেই, নরমাল ভাবেই চিন্তা করছি। কীভাবে আরও ভালো করা যায়, বেটার করা যায় চেষ্টা করছি।’