

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের জন্য আয়ারল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আইরিশদের ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো অ্যান্ডি বালবার্নির জায়গায় নেতৃত্বে পল স্টার্লিং।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি পদত্যাগ করার পর এবং পল স্টার্লিংকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নিযুক্ত হওয়ার পর এটি আয়ারল্যান্ড প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
স্কটল্যান্ড-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ার (ফাইনাল) খেলবে। স্কটল্যান্ডে আগামী ২০ জুলাই- ২৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব আসর।
৩২ বছর বয়সী স্টার্লিং এর আগে সাদা বলের ক্রিকেটে মোট ১৩ বার (চারটি ওডিআই, নয়টি টি-টোয়েন্টি) আয়ারল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন।
আয়ারল্যান্ড স্কোয়াড:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ডি বালবার্নি, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।
২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্পট:
এশিয়া (৭): বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান + ২ কোয়ালিফায়ার ইউরোপ (৪): ইংল্যান্ড, নেদারল্যান্ডস + ২ কোয়ালিফায়ার
আফ্রিকা (৩): দক্ষিণ আফ্রিকা + ২ কোয়ালিফায়ার
পূর্ব এশিয়া প্যাসিফিক (৩): অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড + ১ কোয়ালিফায়ার
আমেরিকা (৩): ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র + ১ কোয়ালিফায়ার