

তামিম ইকবালের অবসর ইস্যুতে জরুরি বোর্ড মিটিং ডাকে নাজমুল হোসেন পাপন। পরিচালকদের দীর্ঘ বৈঠকের পর গণমাধ্যমের সামনে কথা বলতে এসে পাপন বললেন, তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছেন। বিসিবি চায়, তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক।
বিসিবির কাছে এখন পর্যন্ত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাস আপাতত আফগানিস্তান সিরিজে দলকে নেতৃত্ব দিবেন।
তামিমের সাথে দুপুরের পর থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল মেসেজ পাঠিয়েও কোনো ফিরতি উত্তর পাননি নাজমুল হাসান।
তামিমের অবসরের সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করেনি বিসিবি। কারণ তামিম এই অবসরের ইস্যুতে এমন সিদ্ধান্তের কথা জানায়নি।
তামিম অবশ্য নাজমুল হাসান পাপনকে জানিয়েছিলেন তিনি আসন্ন ২০২৩ বিশ্বকাপ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। কিন্তু হঠাৎই এমন সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন বিসিবি সভাপতি।
Tags: তামিম ইকবাল নাজমুল হাসান পাপন