

শুরুর ওয়ানডেতেই বাংলাদেশের পরাজয়। বাংলাদেশি ব্যাটারদের রীতিমতো ধুঁকতে দেখা গেছে রাশিদ-নবীদের সামনে। তবুও চট্টগ্রামের উইকেটকে দোষারোপ না করে তাওহীদ হৃদয়ের সহজ স্বীকারোক্তি- ‘আমরা ভালো ব্যাটিং করিনি’। হৃদয়ের আশা, পরেরবার এমন পরিস্থিতিতে আরও ভালো কিছু হবে।
চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন কেবল তাওহীদ হৃদয়। আফগান বোলিং অ্যাটাকের সামনে ছন্নছাড়া ব্যাটিংয়ে শেষপর্যন্ত টাইগাররা ৪৩ ওভারে করে ১৬৯ রানে। রানবন্যায় ভেসে যাওয়া চট্টগ্রামের উইকেট এবার কি অন্যরকম আচরণ করল?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ প্রতিনিধি তাওহীদ হৃদয়ের জবাব,
‘আমার কাছে এমন মনে হয়নি। উইকেট ওতটা কঠিন ছিল না। কিন্তু শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা হচ্ছিল। বাউন্স দুই রকম ছিল। আমি মনে করি, আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। সব মিলিয়ে আজ আমাদের ব্যাটিং ভালো হয়নি।’
হৃদয়ের সাথে আজ কেউ ধরেনি হাল। তবে তার বিশ্বাস ছিল কেউ হয়তো জুটি গড়বে। ম্যাচ বের করে নিয়ে আসবে।
‘এর আগেও তো ওদের বোলিংয়ের বিপক্ষে খেলেছি। তখন কেউ না কেউ খেলে দিয়েছিল। শেষ সিরিজে যেমন মিরাজ ভাই এবং আফিফ খেলেছিল। আমাদের আজও মনে হচ্ছিল কেউ না কেউ খেলে দেবে। লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। সেটা আজ হয়নি। আশা করি পরেরবার এমন পরিস্থিতিতে আরও ভালো কিছুই হবে।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ৭ অক্টোবর। ধর্মশালায় টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। মেগা ইভেন্টের শুরুর প্রতিপক্ষের সাথে পরাজয়ে বাংলাদেশ কি কিছুটা ব্যাকফুটে?
‘দেখেন এখানে সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছে। এখানে কাউকে নতুন করে কিছু বলার নাই। সবাই অনেক অভিজ্ঞ। সবার আসলে ব্যক্তিগত চিন্তা করেই এখান থেকে সবাই বের হবে। আমরা ড্রেসিংরুমে কথা বলি, সবাইকে ব্যাক করি। আমাদের বিশ্বাস আছে এই জায়গা থেকে ফিরে আসব।’