

লিডসে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরুর আগের দিন সেরা একাদশ ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আঙুলের চোটের কারণে লর্ডসে না খেলা অলরাউন্ডার মইন আলি ফিরলেন সেরা একাদশে। আগের টেস্টে খেলা তিন জন বাদ পড়েছেন।
হেডিংলিতে বাদ যাওয়ার তালিকায়- জশ টাঙ, জেমস অ্যান্ডারসন ও ওলি পোপ। তাদেরর জায়গায় সুযোগ পেয়েছেন মইন আলি, মার্ক উড ও ক্রিস ওকস। আঙুলের চোট থেকে সেরে উঠায় ম্যাচে ফেরানো হয়েছে মইন আলিকে।
নাটকীয়তায় টানা দুই টেস্টে (এজবাস্টন ও লর্ডস) হার দেখা ইংল্যান্ড জয়ে ফিরতে মরিয়া। অজি ব্যাটারদের বিপক্ষে তাই লিডস টেস্টের সেরা একাদশে তিন পরিবর্তন। লর্ডসে দ্বিতীয় টেস্টে ডান কাঁধে চোট পাওয়া ওলি পোপ স্বাভাবিকভাবেই নেই। জশ টাঙকে অ্যাশেজে এক টেস্ট খেলিয়েই বসিয়ে দেওয়া হল। জেমস অ্যান্ডারসন জায়গা হারালেন ফর্ম বিবেচনায়।
লিডসের সবুজ ঘাসে মোড়ানো উইকেটে স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, মার্ক উড ও ক্রিস ওকস অজিদের স্বাগত জানাতে প্রস্তুত।
ঘরের মাঠে অ্যাশেজে ছন্দে নেই ইংলিশরা। লর্ডসে আগের টেস্টে বেন স্টোকস মহাকাব্যিক ইনিংস খেললেও জিতল অস্ট্রেলিয়া। অ্যাশেজে ২-০ লিডও নিল প্যাট কামিন্সরা। ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডে অ্যাশেজ জিততে অস্ট্রেলিয়ার মাত্র ১ ম্যাচ জিততে হবে।
লিডসে বৃহস্পতিবার (৬ জুলাই) শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট।
ইংল্যান্ড একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, হ্যারি ব্রুক, মইন আলি, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, মার্ক উড ও ক্রিস ওকস।