

বৃষ্টিতে থেমে আছে বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম ওয়ানডে। দলীয় ৭২ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানো বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সাকিব-হৃদয়ের ব্যাটে। ১৫.১ ওভারে রান যখন ৮৪, তখন চট্টগ্রামের আকাশ ভেঙে নামে বৃষ্টি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। শুরুটা দেখেশুনে হলেও মুহূর্তেই বিদায় ঘন্টা বাজে তামিম ইকবালের। ফজলহক ফারুকির করা ইনিংসের ৭ম ওভারের শুরুর বলেই বাউন্ডারি হাঁকান তামিম। এরপর টানা তিন বল ডট দিয়ে পঞ্চম বলে হারিয়েছেন স্টাম্প। নিচু লেন্থে আসা বল তামিমের ব্যাট ছুঁয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। আর এক বার, টানা ৪র্থ বার ওয়ানডেতে তামিমের উইকেট নিলেন ফজলহক ফারুকি।
প্যাভিলিয়নে ফেরার আগে তামিম ২১ বলে করে গেছেন ১৩। ওয়ানডে ক্যারিয়ারে তামিম ইকবালের বিপক্ষে ৭.৪ ওভার বল করে ফজলহক ফারুকির পরিসংখ্যান এখন ৪-২০। পরের ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে চার্জ করেন লিটন-শান্ত। এই ওভারে ৩০ এর স্কোরবোর্ডে যোগ হয় ১৩ রান।
এই জুটিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল বেশ ভালোভাবেই। কিন্তু বিপত্তি বাধালেন মুজিব উর রহমান। লিটন দাস উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৬ রানে বাউন্ডারি লাইনে হয়েছেন ক্যাচ। এরপর নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। মোহাম্মদ নবীর প্রথম বলেই সুইপ কাটে শর্ট ফাইনে তুলেছেন সহজ ক্যাচ। ফেরার আগে শান্তর ব্যাট থেকে ১৬ বলে আসে ১২ রান।