ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ভারত বাংলাদেশ নারী 1
Vinkmag ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য নারীদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ৯ জুলাই মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ভারতীয় নারীদের বাংলাদেশ সফরের জন্য বিসিবি এর আগে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। পেসার জাহানারা আলম, রুমানা আহমেদ ছিলেন না প্রাথমিক দলেই। এবার ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বাকি চার জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

স্মৃতি মান্দানা, হারমানপ্রীতরা সাদা বলের সিরিজ খেলতে আগামীকাল ৬ জুলাই ঢাকায় এসে পৌঁছাবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

এরপর ওয়ানডে সিরিজটি ২০২২-২০২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রে এটি বাংলাদেশের প্রথম সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে ৯, ১১ এবং ১৩ জুলাই। এরপর তিন ওয়ানডে ১৬, ১৯ এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে।

১১ বছরের মধ্যে প্রথমবারের মতো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ নারী দল শেষবার এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানী, সোবাহনা মোস্তারী, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন এবং ফাহিমা খাতুন।

স্ট্যান্ডবাই- ফারজানা হক পিংকি, লতা মন্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা।

৯৭ ডেস্ক

Read Previous

প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Read Next

চট্টগ্রামে আকাশ ভেঙে বৃষ্টি, অপরাজিত সাকিব-হৃদয়

Total
0
Share