প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

IMG 20230705 WA0006
Vinkmag ad

চটগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে।অধিনায়ক তামিম ইকবাল পুরোপুরিভাবে ফিট না হলেও খেলছেন ম্যাচ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। আফগান একাদশে নতুন মুখ মোহাম্মদ সালিম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (বুধবার) ৫ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাইরে তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, এবং মোহাম্মদ নাইমের।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা এবাদত হোসেন কেবল বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে আফিফ হোসেন। বিপরীতে আফগান দলে নেই গুলবেদিন নাইব। তার জায়গায় বাংলাদেশে শুরুর ওয়ানডেতেই পেসার মোহাম্মদ সালিমের অভিষেক।

ওয়ানডের পরিসংখ্যান বলছে ফেভারিট হিসেবেই মাঠে নামবে স্বাগতিকরা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ ওয়ানডেতে। যার মধ্যে টাইগারদের জয় সর্বোচ্চ ৭ ম্যাচে। আগে ব্যাট করে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচের ৬টিতে। তাই এই ওয়ানডেতে টস হতে পারে বড় ফ্যাক্টর।

চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। দুই দুলের ১১ বারের দেখায় সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম (৩৬২)। আর উইকেট শিকারের তালিকায় শীর্ষে থাকা সাকিবের যেখানে ২৩, রাশিদ খানের ১৫ উইকেট।

ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে শেষ ৯ ম্যাচে ৫০.৬৩ গড়ে ৪০৫ রান করা নাজমুল হোসেন শান্তও রাশিদ-মুজিবদের জন্য হতে পারেন হুমকি। শান্ত একা হাতেই ঢাকায় একমাত্র টেস্টে আফগান বোলারদের শাসন করে লজ্জার হার উপহার দেন।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ-

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, মোহাম্মদ সালিম।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপ বাছাইপর্বে বিষাদ গল্প, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বালবার্নি

Read Next

ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

Total
0
Share