যেমন হবে বাংলাদেশের সেরা একাদশ

FB IMG 1688528387307
Vinkmag ad

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চটগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। কেমন একাদশ সাজাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট? অধিনায়ক তামিম ইকবাল পুরোপুরিভাবে ফিট না হলেও খেলবেন ম্যাচ। টাইগারদের সেরা একাদশে বড় কোনো চমক না থাকলেও আফগান একাদশে দেখা যেতে পারে নতুন মুখ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (বুধবার) ৫ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাইরে থাকার সম্ভাবনা বেশি তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, এবং মোহাম্মদ নাইমের। সেরা একাদশ সাজাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রাখবে তিন পেসার।

আগের তিন ওয়ানডেতে এক ফজলহকের হাতে তিনবারই উইকেট হারানো ওপেনার তামিম ইকবাল এবারের দেখায় চাইবেন নিজের পুরানো মারমুখী ছন্দে। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন লিটন দাস। তিন নম্বরে স্বাভাবিকভাবেই নাম আছে নাজমুল হোসেন শান্ত’র।

সাকিব আল হাসানকে ব্যাট হাতে দেখা যাবে চারে। পাঁচে তাওহিদ হৃদয়। শেষ সিরিজগুলোতে ৬ নম্ভরে সাফল্য পাওয়া মুশফিকুর রহিম এই সিরিজেও থাকবেন একই ভূমিকায়। ছয়ে নেমে করবেন ফিনিশিং। এরপরের দুই ব্যাটিং অর্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের।

সেরা একাদশে খেলানো হবে তিন পেসারকে। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস ইউনিটে বড় নাম মুস্তাফিজুর রহমান। সুযোগ পাবেন তরুণ হাসান মাহমুদও।

ওয়ানডের পরিসংখ্যান বলছে ফেভারিট হিসেবেই মাঠে নামবে স্বাগতিকরা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ ওয়ানডেতে। যার মধ্যে টাইগারদের জয় সর্বোচ্চ ৭ ম্যাচে। আগে ব্যাট করে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচের ৬টিতে। তাই এই ওয়ানডেতে টস হতে পারে বড় ফ্যাক্টর।

চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। দুই দুলের ১১ বারের দেখায় সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম (৩৬২)। আর উইকেট শিকারের তালিকায় শীর্ষে থাকা সাকিবের যেখানে ২৩, রাশিদ খানের ১৫ উইকেট।

তাই আফগানদের বিশেষ নজর থাকবে সাকিব, মুশফিকের দিকে। লিটন দাসও তাদের চিন্তার কারণ হতে পারেন। ২০২২ সালে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ব্যাটে বাংলাদেশ পেয়েছিল আফগানদের বিপক্ষে প্রথম তিনশো ছাড়ানো পুঁজি। ১২৬ বলে তার ১৩৬ রানের ইনিংস খেলা লিটন বর্তমানেও আছেন দারুণ ছন্দে। নিশ্চিতভাবে আজকের ম্যাচেও থাকবেন বড় ভূমিকায়।

ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে শেষ ৯ ম্যাচে ৫০.৬৩ গড়ে ৪০৫ রান করা নাজমুল হোসেন শান্তও রাশিদ-মুজিবদের জন্য হতে পারেন হুমকি। শান্ত একা হাতেই ঢাকায় একমাত্র টেস্টে আফগান বোলারদের শাসন করে লজ্জার হার উপহার দেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ-

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, সৈয়দ আহমেদ শিরজাদ।

৯৭ প্রতিবেদক

Read Previous

অজিত আগারকার ভারতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান

Read Next

বিশ্বকাপ বাছাইপর্বে বিষাদ গল্প, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বালবার্নি

Total
0
Share