‘আমরা এখানে ভালো খেলে জিততে এসেছি’

হাশমতউল্লাহ শহীদি প্রেস ২
Vinkmag ad

বর্তমানে দারুণ বাংলাদেশ ফর্মে থাকা বাংলাদেশ আফগান অধিনায়কের চোখে ফেভারিট কিনা? এই প্রশ্নে হাশমতউল্লাহ শহীদির জবাব, তারা এখানে ম্যাচ জিততে এসেছে। বাংলাদেশ স্কোয়াডের সবাইকে নিয়েই পরিকল্পনা সাজিয়ে এসেছে আফগানিস্তান। চমক হিসেবে আনা হয়েছে বেশ কিছু তরুণ পেসার।

আফগানিস্তানের সবশেষ বাংলাদেশ সফর সুখকর নয়। তবুও তারা আত্মবিশ্বাসী। নিজেদের শেষ দুই বছরের ওয়ানডে, টি-টোয়েন্টির পরিসংখ্যান তুলে এনে বলেন,

‘আমরাও এখানে খেলতে এসেছি স্যার। ক্রিকেট খেলে ম্যাচ জিততে এসেছি। অবশ্যই তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে। আমরাও এখানে ভালো খেলে জিততে এসেছি। আমরা গত ২ বছর ধরে ভালো ক্রিকেট খেলছি।’

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে শহীদির কাছে প্রশ্ন ছোড়া হয় স্পিনে কারা এগিয়ে? আফগান অধিনায়ক নিজেরে ক্ষমতা জানান দিতে গিয়ে বললেন,

‘আমি প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতে চাইব (হাসি)। গোটা বিশ্বই জানে আফগানিস্তানের স্পিনাররা সেরা। অবশ্যই আফগানিস্তান (এগিয়ে)।’

বাংলাদেশের একক কোনো প্লেয়ারকে নিয়ে না ভেবে পুরো দল নিয়েই অ্যাসাইনমেন্ট লিখেছে আফগানরা। অধিনায়ক হাশমতউল্লাহর কণ্ঠে শোনা গেল,

‘দেখুন আমি আগের দিনও বলেছি যে আমরা বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি, কোনো একজনের বিপক্ষে নয়। সকলের জন্যই আমাদের পরিকল্পনা আছে। এখানে দলের বিপক্ষে দলের খেলা। আমাদের মনোযোগও দলের দিকেই।’

শুধু স্পিনেই আধিপত্য নয় বেশ কিছু চমকপ্রদ পেসার নিয়ে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। ‘আমরা ফারুকি ছাড়া অন্য পেসারদেরও নিয়ে এসেছি। কয়েকজনের এখনও অভিষেক হয়নি। আগেরবারের চেয়ে এবার পেসার বেশি। এখানে পাঁচজন পেসার এসেছে। তারাও বেশ ভালো। ইনশাল্লাহ তারা নিজেদের প্রমাণ করবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ফিট না হয়েও কাল খেলবেন তামিম

Read Next

জিম্বাবুয়ে আর পারল না, বিশ্বকাপের স্বপ্নভঙ্গ

Total
0
Share