

এক দিন বাদেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। দলের সঙ্গে অনুশীলনে না আসলে অফিসিয়াল প্রেস কনফারেন্সে উপস্থিত হন তামিম ইকবাল। অধিনায়কের চোট এখনও চিন্তার কারণ, কিন্তু জানালেন আগামীকালের ম্যাচ তিনি খেলছেন। আপাতত নিজেকে ফিট মনে করা তামিম কাল ম্যাচ খেলার পর বুঝবেন শরীরের বাকি কন্ডিশন।
পিঠের চোটে ভুগছেন ওপেনার তামিম ইকবাল। এর আগে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ মিস করেন ইনজুরির কারণে। সে বার অনুশীলন ম্যাচ খেলার সময়ে চোট পান তামিম। এরপর ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। পিঠের নিচের অংশে ফের ব্যথার কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছিটকে যান।
পুরোনো এই ব্যথার সঙ্গে লড়ে তামিম কি ম্যাচ খেলার জন্য প্রস্তুত? তামিমের সর্বশেষ অবস্থা কী? এই সিরিজের জন্য পুরোপুরি ফিট কি না? এমন প্রশ্নে উত্তর দিলেন, আগামীকালের ম্যাচ তিনি খেলছেন।
‘অবশ্যই আমি কালকের জন্য অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। এটা বলব না যে পুরোপুরি শতভাগ (ফিট)। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব কি অবস্থা। এখন পর্যন্ত খেলছি।’
‘আমার কাছে এখন মনে হচ্ছে, আমি আগামীকালের ম্যাচে খেলার জন্য প্রস্তুত। খেলা বিপজ্জনক, এ রকম কিছু যদি অনুভব করি, তখন আমাদের মেডিকেল বিভাগের সঙ্গে ওভাবে সিদ্ধান্ত নেব। এখন আমি কালকে খেলার জন্য প্রস্তুত। দেখা যাক।’
এদিন ব্যাটিং অনুশীলন না করা তামিম অবশ্য কালহ সিরিজের প্রথম ওয়ানডে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তামিম বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতেই নিজের অবস্থান যাচাই করে দেখতে চান, ‘এটা একটা ধারণা, আমার দেখা প্রয়োজন কতটুকু নিজেকে প্রমাণ করতে পারছি বা পারছি না। আমি এমন কোনো কাজ করব না, যার কারণ দল সেটা ভোগ করবে। সব সময় সময় বলি, স্বতন্ত্র সবকিছুর ওপরে দল।’