

ইনজুরির কারণে অ্যাশেজ শেষ নাথান লায়নের। অজি তারকা স্পিনার চলমান অ্যাশেজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। প্রথম দুই জয়ে শক্ত অবস্থানে থাকা অস্ট্রেলিয়া হেডিংলি টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় ৩৫ বছর বয়সী এই চোট পেয়েছিলেন। সিরিজের এই দ্বিতীয় টেস্টটি ছিল লায়নের অস্ট্রেলিয়ার হয়ে টানা ১০০তম টেস্ট। লর্ডস টেস্ট হারের ফলে ঘরের মাঠে ০-২ তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। বিপরীতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অজিদের মধ্যে নাথান লায়নের না থাকা তেমন প্রভাবই ফেলবে না।
১৬ সদস্যের দলে ব্যাক-আপ পেসার মাইকেল নেসার তার জায়গা ধরে রেখেছেন। তবে ম্যাট রেনশ জায়গা হারিয়েছেন। কিন্তু রেনশ ইংল্যান্ডেই থাকবেন। অন্যদিকে রিজার্ভ উইকেটকিপার জিমি পিয়ারসনও স্কোয়াডে থাকবেন।
অভিজ্ঞ নাথান লায়নের অনুপস্থিতিতে, অস্ট্রেলিয়া বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া হেডিংলি টেস্টের জন্য অফস্পিনার টড মার্ফিকে একাদশে আনবে। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক বোর্ডার-গাভাস্কার সিরিজে মারফি ২৫.২১ গড়ে ১৪ উইকেট নিয়েছিলেন মার্ফি।
২২ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডে অ্যাশেজ জিততে অস্ট্রেলিয়ার মাত্র ১ ম্যাচ জিততে হবে। লিডসে আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট।
লিডস টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, টড মার্ফি, স্কট বোল্যান্ড, মাইকেল নেসার, জিমি পিয়ারসন।