

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির আসন্ন আসরে মন্ট্রিয়ল টাইর্গাস সাকিব আল হাসানকে দলে নেয় আইকন ক্রিকেটার হিসেবে। লিটন দাসের ঠিকানা নতুন দল সারে জাগুয়ার্সে। দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে ইতোমধ্যেই টিকিট বাজারে ছেড়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
কানাডার এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেটও পেলেন সাকিব আল হাসান, লিটন দাস। গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের ড্রাফট থেকে মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার) সাকিব আল হাসানকে দলে টানে মন্ট্রিয়ল টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। আর লিটন দাসকে কিনে নেয় সারে জাগুয়ার্স ফ্র্যাঞ্চাইজি।
সাকিবের দল মন্ট্রিয়ল টাইগার্সের প্রথম ম্যাচ লিটনদের সারে জাগুয়ার্সের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর পরদিন ২১ জুলাই দুই বাংলাদেশি তারকাকে দেখা যাবে এক ম্যাচে। দর্শকরা এই ম্যাচের টিকিট কিনতে পারবে সর্বনিম্ন ২০ ও সর্বোচ্চ ৬০ মার্কিন ডলারে।
সাকিব, লিটনদের খেলা দেখতে টিকিট পাওয়া যাবে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। কয়েক ক্যাটাগরিতে- সিলভার, গোল্ড ও ভিআইপি। সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০০ মার্কিন ডলারে কেনা যাবে টিকিট। এছাড়াও ৫, ১০, ১৫ ও ২০ মার্কিন ডলার মূল্যের টিকিটও বিক্রি করা হচ্ছে। টিকিট ক্রয়ের জন্য টুর্নামেন্টের অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
এই টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। সাকিব লিটনদের খেলা দেখতে বাংলাদেশি দর্শকদের সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০ হাজার টাকা (ডলারের হিসেবে) দিয়ে টিকিট কিনতে হবে।
আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় মৌসুম। ফাইনাল হবে ৬ আগস্ট। কানাডার ব্রাম্পটন স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। মোট ৮ টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে ১৮ দিনের এই আসরে ম্যাচ হবে ২৫ টি। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ৭ টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র্যাম্পটনের সিএএ সেন্টারে।
মন্ট্রিয়ল টাইগার্স স্কোয়াড-
সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফানে, রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মোহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আইরে, কলিম সানা, শ্রীমন্ত ভিজেরত্নে, ম্যাথু স্পোরস, বিজেন্দ্র সিং, দিলপ্রীত সিং এবং অনুপ চিমা।
সারে জাগুয়ার্স স্কোয়াড-
অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহেরেন্ডরফ, লিটন কুমার দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, আয়ান খান, যতিন্দর সিং, বার্নার্ড স্কোল্টজ, পরগট সিং, ডিলন হেইলিগার, আম্মার খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল এবং কৈরভ শর্মা।