২-০’তে পিছিয়ে থাকা ইংল্যান্ডের অপরিবর্তিত স্কোয়াড

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা, টিকে গেলেন টাঙ
Vinkmag ad

বেন স্টোকস মহাকাব্যিক ইনিংস খেললেও জিতল অস্ট্রেলিয়া। অ্যাশেজে ২-০ লিডও নিলেন প্যাট কামিন্সরা। চলমান অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)। স্কোয়াডে আসেনি বড় কোনো পরিবর্তন। মইন আলি ফিরলেন স্কোয়াডে।

টপ অর্ডার ব্যাটার ওলি পোপ কাঁধে স্ক্যান করবেন এবং অভিজ্ঞ স্পিনার মইন আলি তার আঙুলের সমস্যা নিয়ে এখনও সন্দেহের মধ্যে রয়েছেন। তবুও এই দু’জনকে রেখে স্কোয়াড ঘোষণা করে ইসিবি।

লর্ডসে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের ৪৩ রানে পরাজয়ের সময় পোপ তার ডান কাঁধে চোট পেয়েছিলেন এবং বৃহস্পতিবার হেডিংলিতে শুরু হওয়া গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে এই ২৫ বছর বয়সী সফরকারীদের মুখোমুখি হওয়ার জন্য ফিট হবেন বলে আশা করা হচ্ছে।

যদি পোপকে বাদ দেওয়া হয় তবে সম্ভবত ড্যান লরেন্স ইংল্যান্ডের একাদশে জায়গা পাবেন, ডানহাতি এই ব্যাটসম্যানই একমাত্র অতিরিক্ত ব্যাটার। যাকে যুক্ত করে নির্বাচকরা স্কোয়াড ঘোষণা করেছে।

লর্ডস টেস্টের জন্য রেহান আহমেদকে মইনের কভার হিসেবে ইংল্যান্ডের স্কোয়াডে যোগ করা হয়েছিল, কিন্তু এই তরুণ লেগি হেডিংলি টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েন। আঙুলের চোট থেকে সেরে উঠছেন মইন আলি।

অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে এবং ইংল্যান্ডকে বাকি তিন ম্যাচের সবকয়টিতেই জিততে হবে ট্রফির জন্য। লিডসে আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। 

অ্যাশেজের ৩য় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড-

বেন স্টোকস (অধিনায়ক), মইন আলি, ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড ও জশ টাঙ।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ সফরের জন্য ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

Read Next

কানাডায় সাকিব-লিটনের খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫ ডলার খরচে

Total
0
Share