

২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া! এজবাস্টনের পর লর্ডস, অ্যাশেজ সিরিজের দ্বিতীয় জয় পেয়ে গেল সফরকারী দল। আজ পঞ্চম দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিনে ৪৫ রানে চার উইকেট হারিয়ে বসে ইংলিশরা। বেন স্টোকসের ১৫৫ রান, সাথে ডাকেট ও ব্রডের সাথে ১০০ রানের জুটিও ইংল্যান্ডকে জয়ের বন্দরে নোঙর করতে দেয়নি। নেপত্থ্যে ছিল অজি পেসাররা। বাউন্সার, ফিল্ডিংয়ের অদল-বদল ও নানা পরিকল্পনায় ফল আসে নিজেদের পক্ষে।
গতকাল ৪৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড দলের হাল আজ এভাবে ধরবেন অধিনায়ক নিজে, তা হয়তো সাধারণ দর্শকদের ভাবনাতেও ছিল না। স্টোকসের ফর্ম বলছিল, তিনি খুব একটা ভাল করছেননা। তবে সেসব ভুলে আজ যা খেললেন, দলের জয়টা শুধু পারেননি নিশ্চিত করে যেতে– আর সবই করেছেন নিজ হাতে। বেন ডাকেটও ছিলেন যোগ্য সঙ্গী। চতুর্থ দিনেই যিনি হতে পারতেন মিচেল স্টার্কের ক্যাচের শিকার। সে ব্যক্তি আজ অধিনায়কের সাথে মিলেমিশে ১৩২ (১৯৮) রান তুলেছেন। নিজে করেছেন ৮৩ (১১২) রান।
বেন ডাকেট ফিরেছেন হ্যাজেলউডের শিকার হয়ে। বেয়ারস্টো হলেন কিসের শিকার? সে নিয়ে এক কাণ্ডই ঘটে গেল লর্ডসে। অদ্ভুত এক আউট হলেন ইংলিশ উইকেটরক্ষক। ক্যামেরন গ্রিনের বল ‘ডাক’ করে ক্রিজ থেকে বেরিয়ে এসে অপরপ্রান্তে থাকা স্টোকসের সাথে কথা বলতে আসেন তিনি। সেসময় হাতে থাকা বল ছুঁড়ে দিয়ে স্টাম্প ভেঙে দেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। উল্লাস করতে থাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। বেয়ারস্টোকে দেখা যায় বিভ্রান্ত চোখে। পরবর্তীতে টিভি আম্পায়ারের সাহায্য নিয়ে সে ঘটনায় বেয়ারস্টোকে আউট ঘোষণা করা হয়। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় ইংলিশ দর্শকদের। পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে আসা স্টুয়ার্ট ব্রডও ছিলেন বিরক্ত। প্রতিক্রিয়া দেখিয়েছেন অস্ট্রেলিয়ানদের প্রতি।
গুরুত্বপূর্ণ সময়ে বেয়ারস্টো ফিরেছেন মাত্র ১০ রান করে। স্টুয়ার্ট ব্রডকে নিয়ে দলপতি স্টোকস রান তুলতে থাকেন। খেলতে থাকেন বাউন্ডারি। প্রায় প্রতি ওভারেই চার ও ছয়ের মার দেখা যেতে থাকে স্টোকসের ব্যাট থেকে। একটি ২৪ রানের ওভারও দেখা যায়। গ্রিনের সে ওভারে ৩ ছয় ও ১ চার আসে। ব্রডের সাথে ১০৮ (১২২) রানের জুটি গড়েন অধিনায়ক। ব্রড করেন ৩৬ বলে ১১ রান। বেন স্টোকসই প্রথম ফেরেন। হ্যাজেলউডের ওভারে টপ এজ হয়ে অ্যালেক্স ক্যারির হাতে পড়ে ক্যাচ। ২১৪ বলে ১৫৫ রানের ইনিংসটি আশা দেখিয়েছে, তবে কূলে এসে ঠেকতে পারেনি। জশ টাঙের সাথে জেমস অ্যান্ডারসনের কিছু চেষ্টা ব্যবধান কমাতে সহায়ক ছিল। এর বেশি কিছু নয়। ওলি রবিনসন ফিরেছিলেন ১ রানে। স্টার্ক এসে টাঙের উইকেট উপড়ে ফেললে অ্যান্ডারসনের সাথে ৪৪ বলে করা ২৫ রানের জুটি শেষ হয়। শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের যাত্রাও।
৪৩ রানে জয় পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড তিনজনই নেন ৩ টি করে উইকেট। ক্যামেরন গ্রিন নেন একটি উইকেট। প্রথম ইনিংসে শতক হাঁকানো স্টিভ স্মিথ হন ম্যান অব দ্য ম্যাচ। এই জয়ের মাধ্যমে ২-০ তে এগিয়ে থাকল ইংল্যান্ড। আগামী ৬ জুলাই তৃতীয় টেস্টের জন্য হেডিংলিতে মুখোমুখি হবে দুই দল।