

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে রাশিদ খানের প্রত্যাবর্তন আফগানিস্তানকে উজ্জীবিত করবে।
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে, আফগানিস্তান একটি পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। যার মধ্যে মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নবী, এবং মুজিব উর রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে।
১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণাঙ্গ এই সফর শেষে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানরা।
এর আগে ৫ জুলাই থেকে শুরু ৫০ ওভারের সিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে। সবগুলো ম্যাচ দুপুর ২ টা থেকে শুরু হবে।
১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল। পরদিন সকালে অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত করবে অনুশীলন। ২-৫ টা পর্যন্ত আফগানিস্তানের জন্য অনুশীলনের সময়।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিক অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নবীন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমেদ এবং মুজিব উর রহমান