
কথা ছিল জমকালো অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হবে এবারের বিপিএলের আসর। আপাতত সেটি আর হচ্ছেনা।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত করা হয়েছে আসন্ন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এ ব্যাপারে নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
সিনহা বলেন, “এ ব্যাপারে বিপিএল কমিটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাকিটা বোর্ড সভাপতি আর বোর্ডের কর্তাদের সাথে আলোচনা করে অফিসিয়ালি ঘোষনা করা হবে।”
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেশী নামি-দামি শিল্পিদের সাথে থাকার কথা ছিল বিদেশী শিল্পীদেরও। আসার কথা ছিল অরিজিৎ সিং, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ। এই ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেছিলেন, “বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজের সাথে ভারতীয় শিল্পী অরিজিত সিং, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে চাইনিজ একটি সার্কাস কোম্পানিও।”
এমনটি বলা হলেও দেশের অবস্থা বিবেচনায় এনে বাদ দেয়া হয়েছে সব। উদ্বোধনী অনুষ্ঠানের টাকা দিয়ে ত্রাণ সহযোগিতা করা হবে বন্যাদূর্গত এলাকায়।
আফজালুর রহমান বলেন, “আমরা দেখতেছি বন্যা কবলিত এলাকার মানুষ কতটা কষ্টে জীবন যাপন করছে। চিন্তা করেছি উদ্বোধনী অনুষ্ঠানের টাকা দিয়ে তাদের সাহায্য করতে।“
উল্লেখ্য, আগামী শুক্রবার বিসিবি’র একটি দল সিরাজগঞ্জ যাবে পরিদর্শনে।