

জুলাই মাসের প্রথম দিনেই বাংলাদেশে এসে পৌঁছাল সাদা বলের আফগান দল, ঢাকা থেকে গেল ওয়ানডের ভেন্যু চট্টগ্রামে। এক দিন বিশ্রাম নিয়ে পরের দুই দিন অনুশীলন করবে আফগানরা। আর তামিম ইকবালের দল আজ ১ থেকে ৪ তারিখ পর্যন্ত টানা করবে অনুশীলন।
৫ জুলাই থেকে শুরু ৫০ ওভারের সিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে। সবগুলো ম্যাচ দুপুর ২ টা থেকে শুরু হবে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ রাশিদ-নবীদের নিয়ে পূর্ণশক্তির আফগানিস্তান দল আজ বিকাল ৫ টায় এসে পৌঁছায় বাংলাদেশে। রাত ৮ টার ফ্লাইটে তারা ঢাকা থেকে গেছে চটগ্রামে। এর আগে আফগানরা ঢাকায় খেলে গেছে এক মাত্র টেস্ট। আফগানদের সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে দীর্ঘ অনুশীলন ক্যাম্প করেছে আবু ধাবিতে।
একমাত্র টেস্টে দাপুটে জয় পাওয়া টাইগাররা এবার চোখ রাখছে ওয়ানডে সিরিজের ট্রফিতে। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলেই প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে তামিম-সাকিব’রা। আজ সকালের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম গেল বাংলাদেশ দল।
১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল। পরদিন সকালে অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত করবে অনুশীলন। ২-৫ টা পর্যন্ত আফগানিস্তানের জন্য অনুশীলনের সময়। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণাঙ্গ এই সফর শেষে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি-
১ম ওয়ানডে- ৫ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুপুর ২টায়
২য় ওয়ানডে- ৮ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুপুর ২টায়
৩য় ওয়ানডে- ১১ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুপুর ২টায়
১ম টি-টোয়েন্টি- ১৪ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৬টা
২য় টি-টোয়েন্টি- ১৬ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৬টা।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ নাইম।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শহিদুল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল হক নাভিদ, আব্দুল রহমান, বাফাদার মোমান্দ, সালিম সাফি, সৈয়দ আহমেদ শিরজাদ।