প্রথম ওভারেই আফ্রিদির চার উইকেট, নতুন বিশ্বরেকর্ড

প্রথম ওভারেই আফ্রিদির চার উইকেট, নতুন বিশ্বরেকর্ড
Vinkmag ad

স্বীকৃত টি-টোয়েন্টিতে এই প্রথম ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে। কারিগর পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম বলে ওয়াইড ও চার দেওয়ার পর, বাকি ছয় বলে চার উইকেট তুলে নিয়েছেন তিনি। নিজের নাম তুলেছেন রেকর্ড বইয়ে।

ইংল্যান্ডে চলছে টি-টোয়েন্টি লিগ ‘দ্য ব্লাস্ট’, সেখানে নটিংহামশায়ারের পক্ষে খেলছেন শাহিন আফ্রিদি। ট্রেন্ট ব্রিজে গতকাল শাহিনের দলের মুখোমুখি হয়েছিল বার্মিংহাম বিয়ার্স। নটিংহাম প্রথমে ব্যাট করতে নেমে ১৬৯ রানের টার্গেট দেয় প্রতিপক্ষকে। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার করতে আসেন শাহিন।

প্রথম ডেলিভারি ছিল ওয়াইড। সাথে চার। বিনা বলে আসে ৫ রান। তবে ওই পর্যন্তই। পরের ডেলিভারি একেবারে ইয়র্ক লেংথে। বেকায়দায় পড়ে যান প্রতিপক্ষের অধিনায়ক-ব্যাটার অ্যালেক্স ডেভিয়েস। পায়ের পাতায় লাগা বলে লেগ বিফোর হয়ে ফেরেন তিনি। পরের বলে স্কুপ খেলতে চাওয়া ব্যাটার ক্রিস্টিয়ান বেঞ্জামিন। তবে বল আসে লো-ফুলটস। সরাসরি স্টাম্পে চলে যায় বল। দুই বলে দুই উইকেট।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ পেসারের জন্য। তবে তা পূরণ হয় না। দুই বলে দুটি সিঙ্গেল আসে। পঞ্চম বলে শাহিনের শিকার হন ড্যান মোজলে। ওলি স্টোন এক চমৎকার ক্যাচে ফেরান এই ব্যাটারকে। শাহিনের ঝুলিতে আসে হ্যাটট্রিক-বিহীন ৩ টি উইকেট। ওভারের বাকি আছে আরো একটি বল। সে বলে লো-ফুলটস ডেলিভারি আসে শাহিনের পক্ষ থেকে ব্যাটার এড বার্নাড ফেরেন বোল্ড হয়ে। ইনিংসের প্রথম ওভারের ৬ বলে ৪ উইকেটের এক বিশেষ রেকর্ড লেখা হয় শাহিনের নামের পাশে।

জানা যায়, স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন আর হয়নি। হয়েছে বিভিন্ন ওভারে, প্রথম ওভারে নয়। তবে শাহিনের দল নটিংহামশায়ার ম্যাচটি হেরে যায়। প্রতিপক্ষ বার্মিংহামের এত বাজে শুরুর পরেও ২ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় তারা। বল হাতে শাহিন ২৯ রান দিয়ে সেই ৪ উইকেট নেন।

এর আগে ২০০৩ সালে ওয়ানডে ক্রিকেটে প্রথম ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সে বার চামিন্দা ভাস প্রথম ৩ বলে মোহাম্মদ আশরাফুল, হান্নান সরকার ও এহসানুল হকের উইকেট তুলে নেন। পঞ্চম বলে আউট হয়ে ফেরেন সানোয়ার হোসেন। শাহিনের এই ঘটনার আগে, এই একটিই ঘটনা ছিল- যা আবার ৫০ ওভারের ম্যাচে।

এছাড়াও তিন ফরম্যাটেই ম্যাচের বিভিন্ন সময়ে ৪ উইকেট নেওয়ার ঘটনা থাকলেও, টি-টোয়েন্টিতে এবারই প্রথম কোনো বোলার ইনিংসের প্রথম ওভারেই ৪ উইকেট তুলে নিলেন। এবং সেটা একজন পাকিস্তানি বাঁহাতি, শাহিন শাহ আফ্রিদি।

৯৭ ডেস্ক

Read Previous

জিম্বাবুয়ের টি-টেন লিগ মাতাবেন মুশফিকুর রহিম

Read Next

ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ আসর

Total
0
Share