

বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফেলোস। জিম আফ্রো টি-টেন লিগের উদ্বোধনী আসরে মুশফিকের সতীর্থ ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান।
২০-২৯ জুলাই পর্যন্ত হারারেতে অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের উদ্বোধনী সংস্করণ। ৩ জুলাই অফিসিয়াল প্লেয়ার্স ড্রাফটের আগে পাঁচটি দল ইতিমধ্যেই প্রাক-ড্রাফটে সর্বোচ্চ চারজন মার্কি খেলোয়াড় বেছে নিয়েছে।
মুশফিককে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জোবার্গ বাফেলোস। তাদের মার্কি সাইনিং হিসাবে দলে যুক্ত করা বাকি খেলোয়াড়রা হলেন ইউসুফ পাঠান, আফগানিস্তানের নূর আহমেদ এবং ইংলিশ ব্যাটার টম ব্যান্টন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে তাদের স্কোয়াড গঠন করতে হবে ন্যূনতম ১৬ সদস্যের এবং অন্তত ছয় জন জিম্বাবুয়ের ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে হবে।
টি-টেন গ্লোবাল স্পোর্টস-এর সহযোগিতায় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আয়োজন করছে জিম আফ্রো টি-টেন লিগ।
যে পাঁচটি দল শিরোপার জন্য লড়াই করবে- হারারে হারিকেনস, জোবার্গ বাফেলোস, ডারবান কালান্দার্স, বুলাওয়েও ব্রেভস এবং কেপ টাউন স্যাম্প আর্মি।