

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য জিম্বাবুয়ে থাকায় উইন্ডিজের অভিজ্ঞ খেলোয়াড়রা নেই স্কোয়াডে।
ওয়েস্ট ইন্ডিজের অনেক সিনিয়র সদস্য বর্তমানে জিম্বাবুয়েতে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যস্ত রয়েছেন। ঘোষিত এই দলে অনুপস্থিত- জেসন হোল্ডার, আলজারি জোসেফ, রোস্টন চেজ, এবং কাইল মেয়ার্স।
তাদের বিকল্প ভাবনায় দলে ডাকা হয়েছে তিন নতুন মুখ- কাভেম হজ, অ্যালিক অ্যাথানাজে এবং জেয়ার ম্যাকঅ্যালিস্টার।
আজ ৩০ জুন থেকে অ্যান্টিগাতে চলবে উইন্ডিজ টেস্ট স্কোয়াডের অনুশীলন ক্যাম্প। ৯ জুলাই তারা চলে যাবে প্রথম টেস্টের ভেন্যু ডোমিনিকাতে।
৯ জুলাই জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার মাত্র তিন দিন পরে, ক্যারিবিয়ান দলটি ১২ জুলাই ডোমিনিকাতে শুরু হওয়া টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হবে। হারারে থেকে রোসেউ পর্যন্ত ভ্রমণের লজিস্টিক চ্যালেঞ্জ হল জটিল বিষয়। জিম্বাবুয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ যেতে কমপক্ষে ২ দিন লাগবে।
ঘোষিত সূচি অনুযায়ী ১২ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ডোমিনিকাতে হবে এই ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ত্রিনিদাদে হবে ২০ জুলাই থেকে।
১২ আগস্ট ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ জুলাই ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে খেলা হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই টেস্ট ম্যাচটি উভয় দলের কাছে মাইলস্টোনসূচক হতে চলেছে। কেননা এটি উভয় দেশের মধ্যে আয়োজিত ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে রানার্স আপ হয়ে হয়েছে রোহিত শর্মার দলকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ চলা শুরু করবে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ত্যাগনারায়ণ চন্দরপল, রাহকিম কর্নওয়াল জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আকিম জর্ডান, জাইর ম্যাকঅ্যালিস্টার, কার্ক ম্যাকেঞ্জি, মারকুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিকান।