

বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ওমানের পরাজয় ১৪ রানের। এই হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে পুরো ওমান দলকে। ম্যাচে স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে। এছাড়া খেলোয়াড় কলিমুল্লাহকে তিরস্কার করা হয়েছে।
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের কাছে ওমান পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ শুনল দলটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ২ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ এই নিষেধাজ্ঞা আরোপ করেন। ওমানের বোলাররা লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার কম করে। অধিনায়ক জিশান মাকসুদ নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক ভাবে শুনানির প্রয়োজন নেই।
আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ এর অধীনে, দলের প্রতিটি খেলোয়াড়কে স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
এদিকে, একই ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য ওমানের খেলোয়াড় কলিমুল্লাহকে তিরস্কার করা হয়েছে। কলিমুল্লাহকে প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.৫ লঙ্ঘন করেছে। কলিমুল্লাহর শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে, এটি ছিল ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে, যখন কলিমুল্লাহ জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে আউট করার পর অশালীন সেলিব্রেশনে মাতেন। তিনিও দোষ স্বীকার করে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার রোল্যান্ড ব্ল্যাক এবং ওয়েন নাইটস, থার্ড আম্পায়ার আসিফ ইয়াকুব এবং ফোর্থ আম্পায়ার মার্টিন স্যাগার্স অভিযোগ গঠন করেন।