

জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কার স্কোয়াডে দুশমান্থ চামিরার পরিবর্তে পেসার দিলশান মাদুশঙ্কাকে নেওয়া হয়েছে। চামিরা এর আগে অনুশীলনে চোট পাওয়ার কারণে শুধুমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন, এবার টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছেন।
গত সপ্তাহে, “স্ট্যান্ডবাই বিকল্প” হিসাবে শ্রীলঙ্কার বিশ্বকাপ বাছাইপর্বের দলে যোগ করা তিনজন খেলোয়াড়ের একজন মাদুশঙ্কা। এবার দুশমান্থ চামিরা ছিটকে যাওয়ায় মূল স্কোয়াডে পেলেন ডাক।
চামিরা কোয়ালিফায়ার শুরুর আগেই কাঁধে চোট পান। তিনি টুর্নামেন্টের ২টি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন। সুপার সিক্স রাউন্ড শুরুর আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি চামিরা। ফলে রিহ্যাবের জন্য তাকে দেশে ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা।
গত বছর ইনজুরিতে এশিয়া কাপে ছিলেন না চামিরা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে যেয়ে ফের মাংসপেশীর চোটে চামিরা ফিরে যান দেশে। ৩১ বছর বয়সী এই পেসার গত জুনে আফগানিস্তানের বিরুদ্ধে কেবল এক ওয়ানডে খেলে ফের ইনজুরির কবলে। ২০২২ সালের অক্টোবর থেকে শ্রীলঙ্কার ৩২ টি ম্যাচের ৩০টি মিস করেছেন এবং সাইডলাইনে আরও বেশি সময়ের জন্য তাকে থাকতে হচ্ছে।
৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপের শেষ দুটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকা ছয়টি দলের মধ্যে শ্রীলঙ্কা সেরা দুইয়ে। তারা চারটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে এখন পর্যন্ত অপরাজিত। আজ শুক্রবার সুপার সিক্সে তাদের নেদারল্যান্ডস, ২ জুলাই জিম্বাবুয়ে এবং ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের সাথে মুখোমুখি হবে। সুপার সিক্স পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বিশ্বকাপে যাবে।