সাদা টি-শার্ট, হাতে কমলা রঙ; লর্ডসের মাঠে ঢুকে পড়ল দুই আন্দোলনকারী!

20230628 181712
Vinkmag ad

বাংলাদেশ সময় বিকাল ৪ টায় লর্ডসে শুরু হয়েছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। দিনের শুরুতেই পরিবেশবাদী সংগঠনের দুই আন্দোলনকারী মাঠের ভেতর ঢুকে পড়ে। হাতে কমলা রঙ নিয়ে প্রতিবাদের ভাষা এঁকে দেওয়ার ভাবনা ছিল তাদের। তবে মাঠে অবস্থানকারী খেলোয়াড় ও নিরাপত্তাকর্মীরা তাদের বাঁধা দেয়। এক আন্দোলনকারীকে ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো কোলে তুলে মাঠের বাইরে দিয়ে আসেন।

‘JUST STOP OIL’– আন্দোলনকারীদের সংগঠন। জলবায়ুর পরিবর্তন, পরিবেশে তেল-গ্যাসের বিরূপ প্রভাব ইত্যাদি নিয়ে তাদের প্রতিবাদ চলমান। এই মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের আগে ইংল্যান্ড দলের বাস স্টেডিয়ামে পৌঁছাতে দেরি করে। কারণ ছিল এই সংগঠনের আন্দোলনকারীরা তাদের বাসের সামনে অবস্থান করে, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। সেবার জনি বেয়ারস্টো ইন্সটাগ্রামে স্টোরিও দিয়েছিলেন এ নিয়ে। এবার অ্যাশেজের দ্বিতীয় দিনে তারা লর্ডসের মাঠে ঢুকে পড়ল।

শুরু হবে দ্বিতীয় ওভার। বোলিং প্রান্তে স্টুয়ার্ট ব্রড। প্রথম বল করার আগেই গ্রান্ড স্ট্যান্ড থেকে ছুটে আসতে দেখা গেল দুজনকে। গায়ে ‘জাস্ট স্টপ অয়েল’- এর টি-শার্ট। হাতে কমলা রঙ। এই একই বেশে একবার রাগবির মাঠেও ঢুকে পড়েছিলেন তারা। আজ লর্ডসে ঢুকতে গিয়ে প্রথমে বেন স্টোকস ও ডেভিড ওয়ার্নার দুজনকে হাত দিয়ে বাঁধা দেন। এরপর জনি বেয়ারস্টো ছুটে আসেন। একজনকে কোলে তুলে ছুটতে থাকেন মাঠের বাইরে। রঙ লেগে যায় বেয়ারস্টোর জার্সিতে, পরবর্তীতে নিজের পোশাক বদলে আসেন তিনি।

আন্দোলনকারীদের দাবি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিভাবে এখানে অ্যাশেজ খেলছে এবং লোকেরা তা উপভোগ করছে, যেখানে অন্য ক্রিকেট খেলুড়ে দেশের নাগরিকরা সাধারণভাবে বেঁচে থাকতে পারছে না। তাদের দাবি, আমাদের খেলা, খাবার, সংস্কৃতি– সকলকিছুই ঝুঁকির মুখে রয়েছে।

এমসিসি চিফ এক্সিকিউটিভ গাই ল্যাভেন্ডার এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন। সমালোচনা করেছেন আন্দোলনকারীদের মাঠে ঢুকে পড়বার চলমান অভ্যাস নিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

র‍্যাংকিংয়ে সাকিব, নবীর পাশে বসলেন সিকান্দার রাজা

Read Next

লর্ডসে প্রথম দিন, মৃদু-মন্দ, বর্ণিল

Total
0
Share