সুপার সিক্সে ছয় দল: ভালো-মন্দ অবস্থান, হিসাব-নিকাশ

20230628 135651
Vinkmag ad

শেষ হয়েছে বিশ্বকাপের বাছাই অংশের গ্রুপ পর্ব। সুপার সিক্সে উঠেছে ৬ দল। সেখান থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে দু’টি দল। সেই দুই দল আর মূল পর্বে থাকা আট দল মিলে ১০ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এবার ভারতে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের সময়সূচি।

গত জুনের ১৮ তারিখ শুরু হয়েছে বিশ্বকাপের বাছাই পর্ব। জিম্বাবুয়ে স্বাগতিক দেশের দায়িত্ব পালন করছে। ৫-৫ দশটি দল দুই গ্রুপের মধ্যে ভাগ হয়ে শুরু হয়েছিল বাছাই অংশের খেলা। অংশগ্রহণ করা দলগুলো ছিলঃ জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান, নেপাল, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

সেখানের বেশিরভাগ ম্যাচ হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, হাই-স্কোরিং। নেদারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারেও। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডের কাছে দুঃখজনক পরাজয় বরণ করতে ওয়েছে উইন্ডিজ দলকে। আয়ারল্যান্ড দল সুযোগ পায়নি সুপার সিক্সে ওঠার। বরং ওমান ও স্কটল্যান্ডের সাথেও পরাজিত হতে হয়েছে তাদের।

সবচেয়ে ভালো করেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। তারা দুই গ্রুপের দুই দল। নিজেদের ৪ ম্যাচে ৪ জয়ের দেখা পেয়েছে দল দু’টি। দাপটের সাথে শেষ করেছে গ্রুপ পর্বের খেলা। পাশাপাশি ৪ পয়েন্ট ক্যারি করে উঠেছে সুপার সিক্সে। অর্থাৎ সবচেয়ে ভাল অবস্থানে আছে এই দুই দল।

এরপর আছে নেদারল্যান্ড ও স্কটল্যান্ড। দুই দলই জিতেছে ৩ টি করে ম্যাচ। ক্যারি করেছে ২ টি করে পয়েন্ট। শোচনীয় অবস্থায় আছে ওয়েস্ট ইন্ডিজ ও ওমান। তারা কোনো পয়েন্ট ক্যারি করেনি। আছে সুপার সিক্সের তলানিতে।

পয়েন্ট ক্যারি কী?

পয়েন্ট ক্যারি বিষয়টি ছিল, আপনি দল হিসেবে জিতলে যেমন পয়েন্ট অর্জন করবেন, তেমনি হারলে আপনার পয়েন্ট কর্তনও হবে। সেখান থেকে আবার প্রতিপক্ষ উপকৃত হবে। এই অর্জন ও কর্তনের হিসাবে পড়ে সবচেয়ে লাভবান হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আশাহীন অবস্থায় এসে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, ওমান। অন্য দুই দলও আছে আশা-ভরসার মাঝামাঝি একটি পরিস্থিতিতে।

১৯৭৫ ও ১৯৭৯ এর দু’টি বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ দল। তখনকার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল। তবে এবার ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে দলটি রাখতে পারেনি কোনো ভূমিকা। অনেক বেশি হতাশ করেছে উইন্ডিজ সমর্থকদের। হতাশ হয়েছেন কোচ ড্যারেন স্যামিও। দলের মাঠের খেলা নিয়েও এসেছে নানা প্রশ্ন। এখন আছে দোদুল্যমান অবস্থায়। যাওয়া হবে কিনা মূল পর্বে তাই নিয়ে সন্দিহান। দলের প্রতি খেলোয়াড়দের প্রতিশ্রুতি নিয়েও উঠেছে প্রশ্ন। পাশাপাশি দলের সাথে অনেক বেশি যোগাযোগ বিচ্ছিন্নতা শেষ কয়েক বছর লক্ষ্য করা হয়েছে তাদের।

শ্রীলঙ্কা ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। দলটি এবার ভাল করছে। তাদের লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ইতিমধ্যে পকেটে পুড়েছেন ১৮ টি উইকেট। মাহিশ থিকশানাও দিচ্ছেন আস্থার প্রতিদান। অন্যদিকে ব্যাটাররাও আছেন ভাল ছন্দে। জিম্বাবুয়ের কথা বলতে হয়। তাদের ব্যাটার শন উইলিয়ামস আছেন শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়, করেছেন ৩৯০ রান। গত সোমবারে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হাঁকিয়েছেন সেঞ্চুরি, খেলেছেন ১৭৪ রানের ইনিংস। ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা- তারাও ভাল করছেন।

গ্রুপ-এ ও গ্রুপ-বি থেকে ৩-৩ করে সুপার সিক্সে উঠেছে ৬ দল। এরমধ্যে গ্রুপ পর্বে যারা একে অপরের সাথে ম্যাচ খেলেনি, অর্থাৎ প্রথম গ্রুপের ৩ দল দ্বিতীয় গ্রুপের ৩ দলের মুখোমুখি হবে। এরমধ্যে থেকে শীর্ষ দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আগামীকাল (২৯ জুন) জিম্বাবুয়ে বনাম ওমান এর ম্যাচের মধ্যে দিয়ে সুপার সিক্সের লড়াই শুরু হচ্ছে। এই পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে ও বুলাওয়ের ভেন্যুতে।

সুপার সিক্সের ৬ দলঃ

শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ওমান।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন শেবাগ

Read Next

র‍্যাংকিংয়ে সাকিব, নবীর পাশে বসলেন সিকান্দার রাজা

Total
0
Share