

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সেরা একাদশ ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আঙুলের চোটের কারণে ছিটকে গেলেন অলরাউন্ডার মইন আলি। তার জায়গায় সুযোগ পেয়েছেন জশ টাঙ।
নাটকীয়তায় এজবাস্টন টেস্টে হার দেখা ইংল্যান্ড জয়ে ফিরতে মরিয়া। অজি ব্যাটারদের বিপক্ষে তাই লর্ডস টেস্টে চার পেসার খেলাবে ইংল্যান্ড, চোট পাওয়া মইন আলির জায়গায় একাদশে ডাকা হল জশ টাঙকে।
আর তাতেই অ্যাশেজে অভিষেক হতে চলছে জশ টাঙের। এই মাসের শুরুর দিকে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এই পেসারের। দ্বিতীয় ইনিংসে তিনি ৬৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। এবার জায়গা করে নিলেন অ্যাশেজের মর্যাদাপূর্ণ একাদশে।
মইন আলির ইনজুরির কারণে লেগ-স্পিনার রেহান আহমেদকে যুক্ত করা হয় স্কোয়াডে। তবে তিনি একাদশে সুযোগ পেলেন না। মার্ক উডেরও মেলেনি সুযোগ। একাদশে এসেছে কেবল এক পরিবর্তনই।
লর্ডসের সবুজ ঘাসে মোড়ানো উইকেটে স্টুয়ার্ট ব্রড, জিমি অ্যান্ডারসন, ওলি রবিনসন, জশ টাঙ অজি ব্যাটারদের স্বাগত জানাতে প্রস্তুত।
দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জশ টাঙ, জিমি অ্যান্ডারসন।