

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। গোহাটিতে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ও কোয়ালিফায়ার জিতে আসা দলের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য এক সূত্র বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ৭ অক্টোবর। ধর্মশালায় টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। আর শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি-
২৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ- কোয়ালিফায়ার জয়ী দল, গোহাটি
৩ অক্টোবর, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, গোহাটি
হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ধরমশালা, দিল্লি, চেন্নাই, লখনৌ, পুনে, ব্যাঙ্গালুরু, মুম্বাই ও কোলকাতা- মোট ১০ ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ। ১০ ভেন্যুর মোট ৬ টিতে রাউন্ড রবিন লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ। হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ ও ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের কোন খেলা নেই।
বাংলাদেশ তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে (৭ অক্টোবর) এবং ইংল্যান্ডের (১০ অক্টোবর) পাহাড়ি শহর ধর্মশালায়, প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউটে জায়গা করে নেওয়ার লক্ষ্যে। পুনে ও কোলকাতায় দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। তারা ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে এবং ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পুনের মাঠে। কোলকাতায় প্রতিপক্ষ পাকিস্তান ও কোয়ালিফায়ারের প্রথম দল।
এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের মাঠে তামিম ইকবালের দল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে লড়াই করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দিল্লিতে বাংলাদেশের ম্যাচ কোয়ালিফায়ার ২ এর সাথে।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
বিপক্ষ আফগানিস্তান, ৭ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর, চেন্নাই
বিপক্ষ ভারত, ১৯ অক্টোবর, পুনে
বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৪ অক্টোবর, মুম্বাই
বিপক্ষ কোয়ালিফায়ার ১, ২৮ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ পাকিস্তান, ৩১ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ কোয়ালিফায়ার ২, ৬ নভেম্বর, দিল্লি
বিপক্ষ অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর, পুনে।