

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সূচি প্রকাশ করেছে। এদিনই আল্টিমেট ইভেন্টে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল তার দলকে নিয়ে আশাবাদী কথা শোনালেন। তামিমের মতে, বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট একটিও নেই। ভারতের পরিচিত কন্ডিশনে নিজেদের সেরা টা দেখাতে প্রস্তুত বাংলাদেশ। ভারতের মাঠে সবসময়ই চমৎকার সমর্থন পাওয়া বাংলাদেশ বিশ্বকাপেও এই গর্জন দেখতে চান।
দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আইসিসি ঘোষণা করল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ৭ অক্টোবর। ধর্মশালায় টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। আর শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ১০ দলের টুর্নামেন্টের আগে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। এবং আশা করছেন যে তার দল পরিস্থিতির সাথে ভালভাবে মানিয়ে নেবে। তামিম ইকবালের বক্তব্য,
‘এটা আল্টিমেট (চূড়ান্ত) ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সাথে কিছুই তুলনা হয় না, কারণ এটি সবচেয়ে চ্যালেঞ্জিং সাদা বলের ফরম্যাট যা ক্রমাগত আপনার খেলায় সচেতনতা এবং মেজাজ পরীক্ষা করে। টুর্নামেন্টের কাঠামো আপনাকে আরাম করার সুযোগ দিবে না। প্রতিটি দলই কঠিন এবং কোন সহজ খেলা নেই।’
ভারতের মাঠে খেলা বলেই কি তামিম ইকবালের আত্মবিশ্বাস বেশি?
‘ভারতে খেলা সবসময়ই খুব উপভোগ্য। রোমাঞ্চকর পরিবেশ, দুর্দান্ত স্টেডিয়াম এবং অত্যন্ত জ্ঞানী ক্রিকেট ভক্তরা অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তোলে। আমরা যখনই সেখানে খেলেছি সবসময়ই চমৎকার সমর্থন পেয়েছি। আমরা যে দলটি বিশ্বকাপে নেব তাদের প্রতি আমি খুব আত্মবিশ্বাসী। আমরা ওয়ানডেতে খুব ভালো পারফর্ম করছি এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জনে অন্যতম প্রধান দল ছিলাম। অভিজ্ঞতা এবং প্রতিভার একটি চমৎকার মিশ্রণ আছে, এবং কন্ডিশন আমাদের পরিচিত হবে।’
হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ধরমশালা, দিল্লি, চেন্নাই, লখনৌ, পুনে, ব্যাঙ্গালুরু, মুম্বাই ও কোলকাতা- মোট ১০ ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ। ১০ ভেন্যুর মোট ৬ টিতে রাউন্ড রবিন লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ। হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ ও ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের কোন খেলা নেই।
বাংলাদেশ তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে (৭ অক্টোবর) এবং ইংল্যান্ডের (১০ অক্টোবর) পাহাড়ি শহর ধর্মশালায়, প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউটে জায়গা করে নেওয়ার লক্ষ্যে। পুনে ও কোলকাতায় দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। তারা ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে এবং ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পুনের মাঠে। কোলকাতায় প্রতিপক্ষ পাকিস্তান ও কোয়ালিফায়ারের প্রথম দল।
এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের মাঠে তামিম ইকবালের দল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে লড়াই করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দিল্লিতে বাংলাদেশের ম্যাচ কোয়ালিফায়ার ২ এর সাথে।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
বিপক্ষ আফগানিস্তান, ৭ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর, চেন্নাই
বিপক্ষ ভারত, ১৯ অক্টোবর, পুনে
বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৪ অক্টোবর, মুম্বাই
বিপক্ষ কোয়ালিফায়ার ১, ২৮ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ পাকিস্তান, ৩১ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ কোয়ালিফায়ার ২, ৬ নভেম্বর, দিল্লি
বিপক্ষ অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর, পুনে।