বিশ্বকাপে ৬ ভেন্যুতে বাংলাদেশের ৯ ম্যাচ

বাংলাদেশ জয়
Vinkmag ad

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সূচি প্রকাশ করেছে। চলতি বছরের ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। একই ভেন্যুতে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

মোট ১০ দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। বাংলাদেশ সহ মোট ৮ দল সরাসরি সুযোগ পেয়েছে। বাকি দুই দল আসবে জিম্বাবুয়েতে চলতে থাকা কোয়ালিফায়ার থেকে।

প্রতিটি দল বাকি ৯ দলের সঙ্গে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। সেরা ৪ দল উঠবে সেমিফাইনালে।

হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ধরমশালা, দিল্লি, চেন্নাই, লখনৌ, পুনে, ব্যাঙ্গালুরু, মুম্বাই ও কোলকাতা- মোট ১০ ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ।

হায়দ্রাবাদ ছাড়াও গোহাটি ও ত্রিভুনান্থাপুরামে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অব্দি হবে প্রস্তুতি ম্যাচ।

১০ ভেন্যুর মোট ৬ টিতে রাউন্ড রবিন লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ। হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ ও ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের কোন খেলা নেই।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-

বিপক্ষ আফগানিস্তান, ৭ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর, ধরমশালা
বিপক্ষ নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর, চেন্নাই
বিপক্ষ ভারত, ১৯ অক্টোবর, পুনে
বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৪ অক্টোবর, মুম্বাই
বিপক্ষ কোয়ালিফায়ার ১, ২৮ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ পাকিস্তান, ৩১ অক্টোবর, কোলকাতা
বিপক্ষ কোয়ালিফায়ার ২, ৬ নভেম্বর, দিল্লি
বিপক্ষ অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর, পুনে।

৯৭ প্রতিবেদক

Read Previous

২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

Read Next

আল্টিমেট ইভেন্টে দলকে নিয়ে আশাবাদী তামিম

Total
0
Share