

এমনিতে চার বছর পর পর আসা ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ পায় টুর্নামেন্ট শুরুর বছরখানেক আগে। তবে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করতে বেশ দেরিই করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আজ (২৭ জুন) বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থাটি।
GET YOUR CALENDARS READY! 🗓️🏆
The ICC Men’s @cricketworldcup 2023 schedule is out now ⬇️#CWC23https://t.co/dakTklwcYe
— ICC Cricket World Cup (@cricketworldcup) June 27, 2023
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ৭ অক্টোবর। ধরমশালায় টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।
আজ ২৭ জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের সূচি প্রকাশ করে। বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্টটি ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে।
২০১৯ বিশ্বকাপের মতো এবারও কোনো গ্রুপ নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। বিশ্বকাপে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এর মাঝে গ্রুপ পর্বেই হবে ৪৫টি খেলা। দীর্ঘ দেড়মাস ব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের সেরা চারদল উঠবে সেমিফাইনালে। ফাইনালে নির্ধারিত হয়ে যাবে আগামী চার বছরের ওয়ানডের বিশ্ব সেরা দলের নাম।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৭ জুন মুম্বাইতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। যা ৫ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনীর ১০০ দিন আগে।
দেখে নিন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সূচি