

বিশ্বকাপ ট্রফির লঞ্চ হল স্ট্র্যাটোস্ফিয়ারে, পৃথিবীর থেকে ১২০ হাজার ফিট উচ্চতায়। ২০২৩ বিশ্বকাপের ফিক্সচার ঘোষণা না হলেও ট্রফি ট্যুরের শিডিউল প্রকাশ হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর বাইরেও বিভিন্ন দেশের ভক্তরা বিশ্ব ক্রিকেটের সেরা পুরস্কার এক ঝলক দেখতে পাবে। বিশ্বকাপ ট্রফিটি আয়োজক দেশ ভারত সহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। ৭, ৮, ৯ আগস্ট; এই তিন দিন থাকবে বাংলাদেশে।
বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে কিছুটা দেরি হলেও দেখা গেছে আইসিসির বড় চমক। মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ফোর কে ক্যামেরা থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রান্তে বসে থাকা ট্রফিটির কিছু অত্যাশ্চর্য কিছু শট ধারণ করা হয়েছে।
আগামীকাল ২৭ জুন বিশ্বকাপের সূচি ঘোষণার দিন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি অবতরণের আগে, পৃথিবী থেকে ১২০,০০০ ফুট উপরে থেকে দর্শনীয় শৈলীতে সফরটি শুরু হয়েছে। বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণও করেছে এই ট্রফি।
২৭ জুন থেকে ১৪ জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর। বিশ্বভ্রমণের সেই যাত্রার অংশ হিসেবে ৭ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে ট্রফিটি। ৭, ৮ ও ৯ তিন দিন বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবে।
ভারত এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলির ২০ টিরও বেশি শহর পরিদর্শন করার পাশাপাশি, ট্রফিটি বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উদীয়মান দেশগুলিতেও ভ্রমণ করবে, যা নতুনদের মাঝেও উন্মাদনা তৈরি করবে। বিশ্বভ্রমণে এই ট্রফিকে সবাই যাতে আপন করে নিতে পারেন। এরপর ৪ সেপ্টেম্বর ট্রফিটি ফিরে আসবে স্বাগতিক দেশে।
কবে কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি-
২৭ জুন থেকে ১৪ জুলাই: ভারত
১৫ জুলাই থেকে ১৬ জুলাই: নিউজিল্যান্ড
১৭ জুলাই থেকে ১৮ জুলাই: অস্ট্রেলিয়া
১৯ জুলাই থেকে ২১ জুলাই: পাপুয়া নিউগিনি
২২ জুলাই থেকে ২৪ জুলাই: ভারত
২৫ জুলাই থেকে ২৭ জুলাই: যুক্তরাষ্ট্র
২৮ জুলাই থেকে ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ
৩১ জুলাই থেকে ৪ আগস্ট: পাকিস্তান
৫ আগস্ট থেকে ৬ আগস্ট: শ্রীলঙ্কা
৭ আগস্ট থেকে ৯ আগস্ট: বাংলাদেশ
১০ আগস্ট থেকে ১১ আগস্ট: কুয়েত
১২ আগস্ট থেকে ১৩ আগস্ট: বাহরাইন
১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট: ভারত
১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট: ইতালি
১৯ আগস্ট থেকে ২০ আগস্ট: ফ্রান্স
২১ আগস্ট থেকে ২৪ আগস্ট: ইংল্যান্ড
২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট: মালয়েশিয়া
২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট: উগান্ডা
২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট: নাইজেরিয়া
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা
৪ সেপ্টেম্বর- ভারত।