প্রোটিয়াদের বিপক্ষে খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

মুলতানে তিন ফিফটিতে টাইগার যুবাদের সিরিজ জয়
Vinkmag ad

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৩ জুলাই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। আজ এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুলনায় সিরিজের প্রথম ওয়ানডে ৬ জুলাই।

প্রথম তিন ওয়ানডে হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯ টা থেকে।

বাংলাদেশের ঘোষণা করা ১৬ সদস্যের দলে চার পেসার ও স্পিনার। আহরার আমিন নেতৃত্বাধীন এই দলের সহ-অধিনায়ক আরিফুল ইসলাম।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন নাইম আহমেদ। তবে ইনজুরির কারণে নেই ওপেনার জিসান আলম।

আগামী ৩ জুলাই দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর উড়াল দেবে খুলনার উদ্দেশ্যে। বাংলাদেশ দল খুলনায় পৌঁছাবে আগের দিন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই দিন অনুশীলন করে প্রথম ওয়ানডেতে ৬ জুলাই মাঠে নামবে দুই দল। এরপর ৯ ও ১১ জুলাই একই মাঠে পরের দুই ওয়ানডে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: 

আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক (উইকেটরক্ষক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাইম আহমেদ, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামান, তানভির আহমেদ, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা। 

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:

লিয়াম অ্যাল্ডার, এসা গঙ্গাত, থেবে গাজাইড, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ট্রিস্টান লুউস, কোয়ানা মাফাকা, দেওয়ান মারাইস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল এবং অলিভার হোয়াইটহেড।

নন-ট্রাভেলিং রিজার্ভ- মার্টিন খুমালো, রিলি নর্টন এবং এনটান্ডো জুমা।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরসূচি-

৬ জুলাই, প্রথম ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা
৯ জুলাই, দ্বিতীয় ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা
১১ জুলাই, তৃতীয় ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা
১৪ জুলাই, চতুর্থ ওয়ানডে, রাজশাহী, সকাল ৯ টা
১৭ জুলাই, পঞ্চম ওয়ানডে, রাজশাহী, সকাল ৯ টা।

৯৭ প্রতিবেদক

Read Previous

লর্ডস ডাকছে লায়নকে, ১০০ টেস্ট আর ৫০০ উইকেটের হাতছানি দিয়ে!

Read Next

ট্রফির বিশ্বভ্রমণ শুরু, বাংলাদেশে বিশ্বকাপ থাকবে ৩ দিন

Total
0
Share