

ঝুলন গোস্বামী, হিদার নাইট এবং এউইন মরগান লর্ডসে বডির বৈঠকের আগে এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সর্বশেষ সদস্য হয়েছেন। যদিও অ্যালিস্টার কুক কমিটি থেকে পদত্যাগ করেছেন। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান এবার ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে ভূমিকা নেবেন।
মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হাতে ক্রিকেটের আইন প্রণয়নে একক ক্ষমতা। এর স্বাধীন সংস্থা ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মরগান। লর্ডসে এমসিসির মিটিংয়ের আগে ক্রিকেট কমিটিতে মরগান সহ তিনজনের সংযুক্তির বিষয়ে ঘোষণা হয়। এমসিসির এই কমিটিতে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং অফিসিয়ালরা থাকেন।
কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং নতুন সদস্যদের যুক্ত করার প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন,
‘আমরা বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হেদার এবং এউইনকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। এই তিনজন খেলোয়াড় যারা আন্তর্জাতিক খেলার একেবারে শীর্ষে রয়েছে এবং তাদের জ্ঞান কীভাবে ক্রিকেটের অভিজাত স্তরে কাজ করে তা কমিটির জন্য সুবিধাজনক হবে।’
‘এটাও গুরুত্বপূর্ণ যে আমরা কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব বাড়াচ্ছি। যে বৃদ্ধি সাম্প্রতিক বছরগুলিতে নারী ক্রিকেটকে উপভোগ করে তুলেছে৷ ঝুলন এবং হিদার ক্লেয়ার কনর এবং সুজি বেটস এর সাথে যোগ দিয়েছেন যারা নারীদের খেলায় বিশেষ নজর রাখছে।’
নাইট এবং মরগান উভয়েই তাদের দলকে ওডিআই বিশ্বকাপের গৌরব অর্জনে নেতৃত্ব দিয়েছেন। এমসিসি এবং বিশ্ব ক্রিকেট কমিটির হোম লর্ডস ছিল তাদের জয়ের স্থান: নাইট ২০১৭ সালে ইংল্যান্ড নারী দলের হয়ে শিরোপা জিতেছিল এবং মরগান ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতেন।
গোস্বামী তার দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ভারতের অধিনায়ক, নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে গত বছর লর্ডসে অবসর নিয়েছিলেন।
এমসিসি পরিষদ-
মাইক গ্যাটিং (চেয়ারম্যান), জেমি কক্স, সুজি বেটস, ক্লেয়ার কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, ঝুলন গোস্বামী, হিদার নাইট, জাস্টিন ল্যাঙ্গার, এউইন মরগান, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, রিকি স্কারিট।