লর্ডস টেস্টের জন্য লাবুশেইন-হেডকে পন্টিংয়ের পরামর্শ

স্মিথ -লাবুশেইনের সেঞ্চুরি, গলে অস্ট্রেলিয়ার দাপট
Vinkmag ad

মারনাস লাবুশেইন ও ট্রাভিস হেডের জন্য পরামর্শ এসেছে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট ক্রিকেটার রিকি পন্টিং এর কাছে থেকে। আগামী ২৮ জুন শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। তার আগেই অজি দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটারের জন্য এই পরামর্শ পন্টিংয়ের।

রিকি পন্টিং সাবেক খেলোয়াড়। অস্ট্রেলিয়া দলে যখন খেলতেন, নিজেকে প্রমাণ করেছেন ভাল দিনগুলোতে। ব্যাটে করেছেন প্রচুর রান। জানেন আসলে কিভাবে রান আনতে হয়। ১৩০০০ এর উপরে রান করা এই সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়া দলের বর্তমান সদস্য মারনাস লাবুশেইন ও ট্রাভিস হেডকে।

‘আমি তাদের জন্য অপেক্ষা করব। তারা আসুক, আমাকে জিজ্ঞেস করুক। আমি তো তাদের কোনো কোচ নই। আমি মাত্র এক সাবেক খেলোয়াড়। বসে থাকি আর বিশ্লেষণ করি, এই ছেলেরা আসলে কি কি করছে।’

‘কিন্তু আমি তার (লাবুশেইন) সাথে কথা বলতে চাই। তার ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। কারণ আমি মনে করি, গত কয়েক সপ্তাহ ধরে আমি যা দেখেছি, যতদূর আমি অবগত, মনে হচ্ছে, সে আসলে জিনিসগুলো জটিল করছে।’

মারনাস লাবুশেইন স্বাভাবিক ব্যাপারগুলো জটিল করছে বলে মনে করছেন পন্টিং। এছাড়াও তিনি মনে করেন, লাবুশেনের বিশ্বাসের জায়গা থেকে আরো পোক্ত হতে হবে। কিভাবে সে টেস্ট র‍্যাংকিয়ের ২ নম্বর ব্যাটসম্যান হলেন, সেটা তাকে ভাবতে হবে।

‘আমার মনে হয়, তার আস্থা রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে, গত কয়েকবছর ধরে কোন ব্যাপারটা তাকে টেস্টের ২ নম্বর ব্যাটসম্যান বানাল এবং তাকে সেই বিশ্বাসে ফিরে যেতে হবে। আমি আসলে তাকে বলতে চাই, যখন সে সেরা সময়ে ছিল, সেই খেলার কিছু ভিডিও দেখতে। এবং সেসব মনে করতে আর সেই খেলাটা আবার খেলতে।’

এছাড়াও পন্টিং ট্রাভিস হেডের কিছু বিষয় নিয়ে কাজ করা জরুরী বলে মনে করেন। হেড যে বাউন্সি উইকেটে কিছুটা নড়বড়ে, তা আসলে খুব পরিস্কার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেডের এই দুর্বলতা দেখা গেছে। অ্যাশেজের প্রথম টেস্টেও ইংলিশ বোলাররা হেডের বিপক্ষে ডিপে ফিল্ডার সাজিয়ে শর্ট বল দিয়ে যাচ্ছিল ক্রমাগত।

পন্টিং মনে করেন, ‘তার (হেড) এটা নিয়ে কাজ করতে হবে, তার নিজের মতো করেই। এই ধরণের বোলিং মোকাবিলার জন্য তার পক্ষে সেরা উপায় কী? তিনি কি সফল হতে চলেছেন যদি তিনি তার শরীরের মধ্যে থাকা বলগুলিকে হুক করার চেষ্টা করেন?’

লর্ডসে ট্রাভিস হেডের জন্য সমস্যা হতে যাচ্ছে মার্ক উড। এরকম ধারণা রয়েছে পন্টিংয়ের। দ্বিতীয় টেস্টে মার্ক উড দলে ফিরবে বলে শোনা যাচ্ছে। সে হিসেবে মার্ক উডের শর্ট বল খেলাটা হেডের জন্য হবে এক চ্যালেঞ্জ, এমনই মনে করেন সাবেক এই অজি গ্রেট।

‘লর্ডসে, এটা হতে পারে মার্ক উড। তারা সম্ভবত উডকে দলে আনবে। যেটা একটু আলাদা হবে। সে অবশ্যই দ্রুতগতির বোলার এবং খুব ভাল শর্ট বল করতে পারদর্শী।’

ট্রাভিস হেড ও মারনাস লাবুশেইন সম্ভবত চোখ বুলিয়ে দেখবেন রিকি পন্টিংয়ের পরামর্শটুকু। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরামর্শ মেনে নিজেদের দুর্বলতা কাটিয়ে ভালো কিছু করার প্রত্যয় নিয়েই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে হেড ও লাবুশেইন। মুখোমুখি হবে পুরো অস্ট্রেলিয়া দল।

৯৭ ডেস্ক

Read Previous

হৃদয়বিদারক পরাজয়ের পরও বড় অংকের জরিমানা গুনছে ওয়েস্ট ইন্ডিজ

Read Next

ট্রেন্ট ব্রিজে কীর্তি; ইংলিশ নারী ক্রিকেটে প্রথম ডাবল-হান্ড্রেড

Total
0
Share