

হারারেতে জিম্বাবুয়ের কাছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের হৃদয়বিদারক পরাজয়। হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে পুরো উইন্ডিজ দলকে। ম্যাচে স্লো ওভার রেটের কারণে ক্যারিবীয়দের তাদের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছে।
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের কাছে ওয়েস্ট ইন্ডিজের হতাশাজনক পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ শুনল দলটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ এই নিষেধাজ্ঞা আরোপ করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা লক্ষ্যমাত্রা থেকে তিন ওভার কম করে। অধিনায়ক শাই হোপ নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক ভাবে শুনানির প্রয়োজন নেই।
আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ এর অধীনে, দলের প্রতিটি খেলোয়াড়কে স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ইনিংসের এক বল বাকি থাকতে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নামলে ৩২ বল বাকি থাকতে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপের রাস্তা কঠিন করল ওয়েস্ট ইন্ডিজ।