ব্যাটার তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন নিক পোথাস

ব্যাটার তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন নিক পোথাস
Vinkmag ad

গেল কয়েক সিরিজে লোয়ার অর্ডারে ব্যাট হাতে তাসকিন আহমেদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তিন সংস্করণের ক্রিকেটেই তিনি বাংলাদেশ পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। তবু বোলিংয়ের পাশাপাশি তাসকিন উন্নতি করছেন ব্যাটিংয়ে। বাকি লোয়ার অর্ডারদের থেকেও এমন ব্যাটিং আশা করেন টাইগারদের সহকারী কোচ। ঢাকায় আজ শেষ হওয়া তিন দিনের অনুশীলন ক্যাম্প নিয়ে খুশি নিক পোথাস। তার মতে, এরচেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না।

বিশ্ব ক্রিকেটে প্রতিটি দলের বোলাররাই ভালো ব্যাট করে। এই ভাবনা থেকেই তাসকিন হয়ে উঠছেন পরিপূর্ণ এক পেস বোলিং অলরাউন্ডার। তার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ সহকারী কোচ নিক পোথাস। জানালেন, তাসকিনের মতো সবাইকেই এমন ব্যাটিং করতে হবে।

লোয়ার অর্ডারদের ব্যাটিং অনুশীলন করানো হয়। তাসকিন ও বাকি ব্যাটারদের নিয়ে পোথাসের মন্তব্য,

‘শুধু তাসকিন না, সবাইকেই ভালো ব্যাট করতে হবে। শেষদিকে যারা নামে তাদের জন্য ব্যাটিং কঠিন। আমরা তাদের সহায়তার চেষ্টা করছি। তাদের যতটা সম্ভব ভালো করা যায়। তাসকিন অনেক ভালো ব্যাটার। তার রেকর্ডও ভালো। বল মারতে পারে। সে দুর্দান্ত একজন ক্রিকেটার।’

সাদা বলের সিরিজ শুরুর আগে ঢাকায় ৩ দিনের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের উন্নতি নিয়ে খুশি সহকারী কোচ নিক পোথাস। তার মতে, এরচেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। ক্রিকেটারদের ঝালিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত পোথাস গণমাধ্যমের সামনে আজ বলেন,

‘ক্যাম্প দারুণ ছিল। সবাইকে দেখার একটা সুযোগ হলো। অনেক ভালো সুযোগ-সুবিধা। ছেলেদের যতটা প্রস্তুতি দরকার ছিল তা নিয়েছে। আমরা খুশি। আমরা সবকিছু করছি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য। এরচেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না।’

আফগানিস্তানের শক্তিমত্তা সামনে এনে পোথাস বলেন,

‘আফগানিস্তান অনেক ভালো ওয়ানডে দল। তারা একটা বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরবে। এই সিরিজ বলে দেবে আমরা কোন অবস্থায় আছি। তাই সিরিজটি রোমাঞ্চকর, যা অনেক কঠিন হতে যাচ্ছে।’

আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখলে কোনো চাপ নিতে চায় না দল। তবে নিক পোথাস পরিষ্কার করলেন, চাপ আসে গণমাধ্যম ও সমর্থকদের থেকে, ‘যেকোনো দিনেই আফগানিস্তান কঠোর প্রতিপক্ষ হতে পারে। এটা নিয়ে চাপ নিলে হবে না। চাপ আসে সমর্থন ও মিডিয়া থেকে, আমাদের দিক থেকে না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সৌম্য’র উদ্দেশ্যে টোটকা দিলেন পোথাস

Read Next

এমসিসির পরিকল্পনা: ক্রিকেট হবে আরো যুগপৎ

Total
0
Share