

ইমার্জিং দলের হয়ে প্রত্যাবর্তনের দারুণ সুযোগ কাজে লাগাতে পারলেই সৌম্য সরকার করবেন বাজিমাত। বরাবরের মতোই যদি মেগা ইভেন্টের আগে সৌম্য’র ডাক আসে, এশিয়া কাপ আর বিশ্বকাপে তার ব্যাটিং শো দেখে চোখের আরাম পাবে দর্শকরা। সৌম্য’র সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের। জাতীয় দলে ফেরার জন্য সৌম্য’র উদ্দেশ্যে দিলেন টোটকা, ‘রান করতে হবে’।
শ্রীলঙ্কায় আগামী মাসে শুরু হতে যাওয়া ইমার্জিং টিম এশিয়া কাপের জন্য সৌম্য সরকারকে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে ভালো করতে পারলেই সৌম্য’র জাতীয় দলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিতই বলা চলে। অভিষেকের পর থেকে ২০১৫, ২০১৯ বিশ্বকাপ মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সৌম্য; এবারও সৌম্যকে নিয়েই ভারতের বিমানে বসতে চায় কি দল?
আজ শনিবার জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের কাছে জানতে চাওয়া হয় সৌম্যকে নিয়ে। উত্তরে পোথাস বলেন,
‘ছেলেদের সুযোগ দেওয়ার পাশাপাশি এটা আমাদেরও অপশন বাড়ায়। কেউ যদি ইঞ্জুরড হয় তাহলে এমন কাউকে আনতে হবে না যাদের আমরা দেখিনি। তারা বরং অনুশীলন করে প্রস্তুত থাকুক। এ ব্যাপারে হেড কোচ খুবই পরিস্কার। সৌম্যর সেরা সময়টা আমি টিভিতে দেখেছি, অনেক দিন আগে। এখন অবজারভেশন পিরিয়ড। আমরা জানি তার সেরা সময়টা দারুণ। আমরা চাই সে নির্ভার থেকে খেলুক। তাকে যতটা সময় নেটে দেখেছি তা যথেষ্ট না। তাই তাকে নিয়ে কোনো কিছু বলারও সময় হয়নি এখনও।’
মিরপুর হোম অব ক্রিকেটে আজ শেষ হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তিন দিনের ক্যাম্প। স্কোয়াডে না থেকেও সৌম্য আছেন ক্যাম্পে, তাকে বেশ যত্ন নিয়েই ক্লাস করাতে দেখা গেছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।
এক দশকের বেশি সময় ধরে কোচিং পেশায় থাকা বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসও বেশ ভালোভাবেই মানেন একজন ব্যাটারের নিজেকে প্রমাণের প্রথম এবং প্রধান উপকরণ হল ব্যাটে রান। সৌম্যকে নিয়েও তাই এভাবেই ভাবছেন।
‘সে তো আগে টপ অর্ডারে ব্যাট করেছে। তবে হেড কোচের সাথে এখনও আলোচনা হয়নি। অবজারভেশন প্রক্রিয়ার শুরুতে আছি আমরা। ইমার্জিং দলের সাথে সে খেলতে যাচ্ছে। ব্যাটারদের কারেন্সি হলো রান। আপনি কী করছেন তার ওপর সবকিছু নির্ভর করছে। তাকে রান করতে হবে। ‘