মঈনের কভার হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে রেহান আহমেদ

করাচিতে হচ্ছে রেহান আহমেদের স্বপ্নপূরণ
Vinkmag ad

লেগ-স্পিনার রেহান আহমেদকে অলরাউন্ডার মঈন আলির কভার হিসাবে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের জন্য ডাকা হয়েছে। মঈন আলি আঙুলের চোট নিয়ে লড়াই করছেন। লেস্টারশায়ারের অলরাউন্ডার রেহান আহমেদ তাই টেস্টের জন্য ইংল্যান্ড দলে যোগ দেবেন।

দ্য ইংল্যান্ড এন্ড ওয়েসল ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ১৮ বছর বয়সী রেহান আহমেদ লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের টেস্ট দলে মঈন আলির কভার হিসেবে যোগ করা হয়েছে! পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া রেহান লন্ডনে থাকা এই স্কোয়াডে যোগ দেবেন।

এজবাস্টনে প্রথম টেস্টের সময় মঈনের ডান হাতের তর্জনীতে ফোস্কা পড়েছিল এবং বুধবার (২৮ জুন) লর্ডসে সিরিজের পরবর্তী খেলার জন্য তিনি ফিট হবেন কিনা তা স্পষ্ট নয়।

২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে লড়াইয়ে নামবে সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিকরা। এর আগেই মঈনের বিকল্প হিসেবে রেহানকে স্কোয়াডে যুক্ত করে ইসিবি।

পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়া রেহান আহমেদ এবার অ্যাশেজ মাতাতে প্রস্তুত।

অ্যাশেজের জন্য ইংল্যান্ড স্কোয়াড-

বেন স্টোকস, রেহান আহমেদ, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জোশ টাঙ, ক্রিস ওকস, মার্ক উড।

৯৭ ডেস্ক

Read Previous

এজবাস্টনের পিচ অ্যান্ডারসনের চোখে ‘ক্রিপ্টোনাইট’

Read Next

বুমরাহকে ফেরাতে আয়ারল্যান্ড সিরিজ লক্ষ্য করছে বিসিসিআই

Total
0
Share