

উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে আসন্ন ইমার্জিং এশিয়া কাপ উপলক্ষে পাকিস্তান-এ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। মোহাম্মদ হারিস ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে অল্প-বেশি অভিজ্ঞতা আছে এরকম আরো ক্রিকেটার রয়েছে পাকিস্তান দলে।
আসন্ন ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখে দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান এ-দল তাদের দলীয় সদস্যদের নাম ঘোষণা করল আজ। দলে নেতৃত্বের দায়িত্বে থাকবেন মোহাম্মদ হারিস। মাঠে যার ব্যাটে রান আসে খুব দ্রুত। এছাড়াও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ ধানি, সাইম আইয়ুব সহ বেশকিছু খেলোয়াড় রয়েছে যারা জাতীয় দলে সুযোগপ্রাপ্ত।
ইমার্জিং এশিয়া কাপের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। আগামী ১৪ জুলাই শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলবে এসিসির আয়োজনে এই টুর্নামেন্টটি।
পাকিস্তান এ দল, যারা ‘শাহীন’স’ নামে পরিচিত- তারা ঈদুল আযহার ছুটি শেষ করে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, লাহোরে তাদের ট্রেনিং ক্যাম্পে অংশ নিবে। জুলাই এর ৩ তারিখ থেকে শুরু হওয়া ট্রেনিং চলবে শ্রীলঙ্কা যাত্রার আগ পর্যন্ত। এরপর জুলাইয়ের ১২ তারিখ দলটি কলম্বোতে পৌঁছাবে।
পাকিস্তান এ-দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। গ্রুপ-এ তে পাকিস্তান দলের সঙ্গী হিসেবে আছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইমার্জিং দল।
পাকিস্তান শাহীন তাদের প্রথম ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে, জুলাইয়ের ১৪ তারিখ। এরপর জুলাইয়ের ১৬ ও ১৮ তারিখ, ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দলটি।
দুই গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে প্রথম দুই দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে।
পাকিস্তান-এ দল:
মোহাম্মদ হারিস (অধিনায়ক, উইকেটরক্ষক), ওমায়ের বিন ইউসুফ (সহ-অধিনায়ক), আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহনেওয়াজ ধানি, সুফিয়ান মুকিম, তায়্যেব তাহির।