

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন চেতেশ্বর পুজারা, রোহিতের ডেপুটি রাহানে। রুতুরাজ গায়কোয়াড় প্রথমবারের মতো ডাক পেলেন। উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন ফিরলেন ওয়ানডে দলে। জাইসাওয়াল-মুকেশ কুমারও যাচ্ছেন অভিষেকের অপেক্ষায়।
উইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে দেখা গেল বেশ কিছু চমক। সহ-অধিনায়কের দায়িত্ব উঠল আজিঙ্কা রাহানের কাঁধে। তবে জায়গা হারালেন ব্যাটার চেতেশ্বর পুজারা। মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম, নেই উমেশ যাদবও।
ওপেনার ইয়াশভি জাইসওয়াল, পেসার মুকেশ কুমার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
দুই ম্যাচের টেস্ট, ৩ টি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারত। ডোমিনিকায় প্রথম টেস্ট শুরু ১২ জুলাই। ভ্রমণক্লান্তি ও ক্যাম্পের জন্য ১ জুলাই দেশ ছাড়বে রোহিত এন্ড কোং।
টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, ভিরাট কোহলি, ইয়াশভি জাইসওয়াল, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, আক্সার প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদ্বীপ সাইনি।
ওডিআই স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, ভিরাট কোহলি, সুরিয়া কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শারদুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।