চোট-আঘা’তের অস্বস্তিকর এক দিন গেল বাংলাদেশ দলের

FB IMG 1687444062509
Vinkmag ad

পুরনো চোট নিয়েই আছেন যন্ত্রণায়। খেলতে পারেননি আফগানদের বিপক্ষে হওয়া একমাত্র টেস্ট ম্যাচটি। নতুন করে আবারো চোটের মুখে তামিম ইকবাল। আফগানদের সাথে ওয়ানডে সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলো কিনা, তা সময়ই বলে দিবে। চোট পেয়েছেন আরো দুই ওপেনার, লিটন দাস এবং নাইম শেখ।

আজ ২২ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ দলের অনুশীলন ছিল মিরপুর একাডেমি মাঠে। আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দলের এই অনুশীলনে ছিলেন দলের ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সকল ধরনের অনুশীলনে ব্যস্ত ছিলেন তারা।

তবে শঙ্কা তৈরি হয়েছে ওয়ানডে অধিনায়ককে নিয়ে। আজ অনুশীলনের সময় তামিম ইকবাল কিছুটা অস্বস্তি নিয়েই ব্যাট করছিলেন। তবে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে বাঁধে বিপত্তি। পিঠে ব্যথা অনুভব করায় আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি তিনি। সে অবস্থাতেই একাডেমি মাঠ থেকে বেড়িয়ে যান। ফিজিওর তত্ত্বাবধানে চলছে শুশ্রূষার কাজ।

অন্যদিকে একই দিনে সদ্য সমাপ্ত টেস্ট দলের অধিনায়ক লিটন দাসও চোটের শিকার হয়েছেন। ব্যাটিং অনুশীলনের সময় প্রথমবার কাঁধে টান খেয়ে ভোগেন। এরপর আবার অনুশীলন শুরু করলে ডান হাতে আঘাত পান। তবে উপশম হয় ব্যথানাশক স্প্রেতে।

শুধু তাই নয়। চোটের মুখে পড়েছিলেন আরেক ওপেনার নাঈম শেখ। নিচু হয়ে আসা বল পায়ে আঘাত করে। নাঈম পড়েন অস্বস্তিতে। অবশ্য গুরুতর না হওয়ায়, পরবর্তীতে ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায় তাকে।

নাঈম এবং লিটনের চোট গুরুতর নয়, বলে জানা যায়। তবে তামিমকে নিয়ে প্রশ্নের উদ্রেক ঘটেছে। টেস্ট সিরিজের পর আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কি দলীয় অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে দল! সে উত্তর এখনো জানা যায় নি।

৯৭ প্রতিবেদক

Read Previous

বাজবল ক্রিকেট: বিনোদন, জয়; নাকি দুটোই?

Read Next

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলিপ

Total
0
Share