‘আমরা কিন্তু ওদের সঙ্গে সবসময় জিতি’

মিরাজ
Vinkmag ad

আফগানদের বিপক্ষে এবার বাংলাদেশের সাদা বলের মিশন। ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদেরই এগিয়ে রাখছেন মিরাজ। টেনে আনলেন আগের পরিসংখ্যান। নিজেদের প্রস্তুতি নিয়েও মিরাজের কণ্ঠে শোনা গেল সন্তুষ্টির কথা। যেহেতু বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো টেস্ট ম্যাচ নেই, তাই পুরোপুরিভাবে দলের ফোকাস ওয়ানডে ফরম্যাটের উপর।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেমন করবে বাংলাদেশ? আজ মিরপুর হোম অব ক্রিকেটে অনুশীলনের এক ফাঁকে মেহেদী হাসান মিরাজ বললেন নিজদেরে ভাবনার কথা,

‘সাদা বলে ওরা স্ট্রংগার। অনেক ভালো দল। ওদের ভালো কিছু স্পিনার আছে। আমরা কিন্তু ওদের সঙ্গে আলহামদুল্লিলাহ সবসময় জিতি। দেখেন ওডিআই। লাস্ট সিরিজ কিন্তু জিতেছি। ওয়ার্ল্ড কাপে আমরা ওদেরকে হারিয়েছি। ওরা কিছু সময়ের জন্য আমাদেরকে চাপে ফেলায়। আলহামদুল্লিলাহ ওভার কাম করতে পারি। প্রতিপক্ষ যেটা বললেন, ছোট করে দেখার কিছু নাই। সবসময় টাফ সিচুয়েশন আসে। হ্যান্ডেল কীভাবে করতে হবে আমাদের সব প্লেয়াররা এটা ভালো করেই জানে।’

মিরাজ টেনে আনলেন পরিসংখ্যান। বললেন, আগেও আফগানিস্তান ভালো দল ছিল, তখনও আমরা তাদের হারিয়েছি। আরও একবার মনে করিয়ে দিলেন ক্রিকেটাররা যে দারুণ ফর্মে আছে।

‘আপনি দেখেন যে, ওরা (মুজিব-রাশিদ) দলে ফিরছে। ওরা আগেও দলে ছিল। হোম সিরিজ যখন আগে হয়েছে, আমরা জিতছিলাম। ওরা তো অনেক শক্তিশালী দল নিয়েই এসেছিল। আমরা সিরিজ জিতেছি, ভালো ক্রিকেট খেলেছি। ওইভাবেই টাফ সিচুয়েশন আসবে। সবসময় ক্রিকেটে আপডাউন থাকে, খারাপ সিচুয়েশন থাকে। ভালো সময় থাকে। ৫০ ওভারের মধ্যে অনেক সিচুয়েশন ঘটে। আমরা ইউটিলাইজ করছি, এটাই মূল। আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। সবাই ফর্মে আছে।

ভারতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশের। নিজেদের অনুশীলন করার প্রক্রিয়াতেও সন্তুষ্ট মিরাজ,

‘আলহামদুল্লিলাহ। আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে স্টার্ট করব এটা না। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই স্টার্ট হয়েছে। সেইভাবেই আমরা প্ল্যানিং করছি, খেলছি। তার ভেতর হয়তো টেস্ট ম্যাচ ছিল। শেষ করলাম। সামনে কোন টেস্ট ম্যাচ নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। সো ওভার অল যেভাবে প্র্যাকটিস করছি, ভালো প্র্যাকটিস করছি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টাইগার পেস ত্রয়ীর ক্যারিয়ার সেরা র‍্যাংকিং

Read Next

রোমাঞ্চের অলিগলি পেরিয়ে শেষ বলে স্কটল্যান্ডের ১ উইকেটের জয়!

Total
0
Share